এলাকায় চেনা মুখ। তাই মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন নিবেদিতা সেতুর নীচে ঝুপড়িতে যখন ঢোকে ভবঘুরে যুবক , তখন সন্দেহ হয়নি কারোরই। কিন্তু তারপরই আসল চমক। যুবকের হাতে খোলা তলোয়ার। তাকে আটকানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তখন হুঁশ নেই যুবকের। তলোয়ার হাতে যাকে পাচ্ছে তাকেই কোপ বসিয়ে চলেছে। গলায়, মাথায়, পেটে, বুকে , হাতে। যেখানে পারছে সেখানেই চালাচ্ছে তলোয়ার। চিৎকার, দৌড়াদৌড়ির মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। ঘটনায় আহত হন ঝুপড়ির ছয় বাসিন্দা। তাঁদের সাগর দত্ত মেডিক্যালে ভরতি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয়েছে আরজিকরে।
advertisement
রাতভর তল্লাশিতেও অভিযুক্তের হদিশ মেলেনি। বুধবার সকালে ঝুপড়ির পিছনে একটি নির্জন জায়গা থেকে তাকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত মানসিক ভারসাম্যহীন।
ধৃতকে এদিন বরানগরে আদালতে তোলা হয়। কোথা থেকে তলোয়ার পেল সে? কেনই বা এই তাণ্ডব? ধৃতকে জেরা করে জানতে চাইছে পুলিশ।