শুক্রবার এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, 'আপনার ভোট দেশ গঠনের জন্য আর আপনার ভোটই আপনার ভবিষ্যৎ গঠন করে দেবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের অনুরোধ করছি, এগিয়ে যান আর আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনার ভোট আগামী পাঁচ বছরের জন্য আপনার এলাকার বিধায়ক বেছে দেবে। আর সেটাই বাংলার ভবিষ্যৎ নির্ধারন করে দেবে।'
advertisement
তার আগে একটি ট্যুইটে রাজ্যপাল লেখেন, 'আমি বিশেষত প্রথম বারের ভোটারদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্রের এই উৎসবে যোগদান করুন। আপনার ভবিষ্যৎকে মজবুত করুন। অবশ্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।' রাজ্যপালের সংযোজন, 'আপনার ভোট দিলে গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে তা কাজে লাগবে, আর তা আপনাকে গর্বিত করবে। আপনার স্বপ্ন তা পূরণ করবে। এটা শুধু আপনার অধিকার নয়, আপনার কর্তব্যও বটে।'
প্রসঙ্গত, ভোটের আগেআগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রত্যাহার দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। তার আগে অবশ্য সংঘাত চরমে উঠেছিল। তা নিয়ে পালটা গর্জে উঠেছিলেন ধনখড়ও। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে ভোটের সময় কোনও বিতর্কে না গিয়ে ভোটাধিকার প্রয়োগের উপরই জোর দিয়েছেন তিনি।