TRENDING:

Jagdeep Dhankhar: প্রথম দফা ভোটের আগেই আসরে ধনখড়, দিলেন 'জরুরি' বার্তা!

Last Updated:

প্রথম দফা ভোটের আগে বাংলার ভোটারদের জন্য কৌশলী বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের রাজ্যপাল হয়ে আসা ইস্তক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে তাঁর সংঘাত সর্বজনবিদীত। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা থেকে যে সংঘাতের সূত্রপাত, তা প্রায় নিত্যদিনে পরিণত হয়েছিল দিন কয়েক আগেও। শুধু তাই নয়, কখনও সখনও তা লাগামছাড়া হয়ে গিয়েছে। এমনকী রাজ্যপালকে 'বিজেপির এজেন্ট' বলতেও পিছপা হননি তৃণমূল নেতারা। তবে, ভোট ঘোষণার পর স্বাভাবিক কারণেই পদমর্যাদার কারণে সেই সংঘাত আপাতত 'বন্ধ' রয়েছে। এবার প্রথম দফা ভোটের আগে বাংলার ভোটারদের জন্য কৌশলী বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
advertisement

শুক্রবার এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, 'আপনার ভোট দেশ গঠনের জন্য আর আপনার ভোটই আপনার ভবিষ্যৎ গঠন করে দেবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের অনুরোধ করছি, এগিয়ে যান আর আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনার ভোট আগামী পাঁচ বছরের জন্য আপনার এলাকার বিধায়ক বেছে দেবে। আর সেটাই বাংলার ভবিষ্যৎ নির্ধারন করে দেবে।'

advertisement

তার আগে একটি ট্যুইটে রাজ্যপাল লেখেন, 'আমি বিশেষত প্রথম বারের ভোটারদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্রের এই উৎসবে যোগদান করুন। আপনার ভবিষ্যৎকে মজবুত করুন। অবশ্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।' রাজ্যপালের সংযোজন, 'আপনার ভোট দিলে গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে তা কাজে লাগবে, আর তা আপনাকে গর্বিত করবে। আপনার স্বপ্ন তা পূরণ করবে। এটা শুধু আপনার অধিকার নয়, আপনার কর্তব্যও বটে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লবণের সাদা মাঠ থেকে ইটভাটার লাল ইট—বসিরহাটের দীর্ঘ যাত্রাপথ
আরও দেখুন

প্রসঙ্গত, ভোটের আগেআগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রত্যাহার দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। তার আগে অবশ্য সংঘাত চরমে উঠেছিল। তা নিয়ে পালটা গর্জে উঠেছিলেন ধনখড়ও। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে ভোটের সময় কোনও বিতর্কে না গিয়ে ভোটাধিকার প্রয়োগের উপরই জোর দিয়েছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar: প্রথম দফা ভোটের আগেই আসরে ধনখড়, দিলেন 'জরুরি' বার্তা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল