তবে, কত হারে বাড়তে চলেছে তার জন্য নজর রাখতে হবে শীর্ষ আদালতের দিকে ৷ কেননা আজ শুক্রবারই সুপ্রিম কোর্টে কেবল টিভির প্যাকেজ-দর সংক্রান্ত ট্রাই-এর আবেদনের শুনানি হওয়ার কথা ৷ কেবল টিভির ক্ষেত্রে ট্রাই-এর মাসুল নির্দেশ অনুযায়ী ১০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখার জন্য কর ব্যতীত মাসিক দাম ১৩০টাকা ৷ এরপর প্রতি পে-চ্যানেলের জন্য ব্রডকাস্টার ও এমএসও সংস্থাগুলিকে নির্ধারিত দাম গ্রাহকদের জানাতে এমএসও সংস্থাগুলিকে নির্ধারিত দাম গ্রাহকদের জানাতে হবে ৷ গ্রাহকরা আলাদা করে নিজেদের পছন্দের চ্যানেলের জন্য অর্থ দেবেন ৷
advertisement
ট্রাই-এর নির্দেশ অনুযায়ী আলাদা করে কোনও চ্যানেল যদি গ্রাহক দেখতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ দাম হবে ১৯ টাকা ৷ আর ব্রডকাস্টার সংস্থার চ্যানেলগুচ্ছ দেখতে হলে তার দর হবে ওই চ্যানেলগুলির পৃথক দরের যোগফলের ৮৫ শতাংশের কম হবে না৷ তবে মাদ্রাজ হাইকোর্ট চ্যানেলগুচ্ছের দর প্রতি চ্যানেলের দরের যোগফলের ৮৫ শতাংশ কম না হওয়ার নির্দেশকে খারিজ করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নিয়ামক সংস্থা ৷
এখন কোনওরকম কর ব্যতীত কলকাতা ও সন্নিহিত এলাকায় মাসিক কেবল টিভি প্যাকেজের দাম যথাক্রমে ২৪০, ৩০০, ৩৩০ ও ৩৭০ টাকার মতো ৷ ওই প্যাকেজ যতগুলি চ্যানেল রয়েছে তা দেখতে হলে ২৯ ডিসেম্বর থেকে খরচ দ্বিগুণ থেকে তিনগুণ বাড়বে বলে জানিয়েছেন উত্তর কলকাতার এক কেবল অপারেটর ৷
বর্তমানে কেবল টিভি গ্রাহকদের অধিকাংশই প্যাকেজ অনুযায়ী অপারেটরদের মাসিক বিল দেন ৷ সেই প্যাকেজে এমএসও সংস্থাগুলি এমন অনেক চ্যানেল রাখে, যেগুলি গ্রাহকরা কখনও দেখেন না বা দেখতেও চান না ৷ এতদিন পর্যন্ত তাঁরা সেগুলির জন্যও অর্থ দিতে বাধ্য থাকতেন ৷ এখন তাঁরা পছন্দমতো চ্যানেল বেছে দেখতে পারবেন ৷