TRENDING:

আগামী ২৯ ডিসেম্বর থেকেই কি বাড়ছে কেবল টিভির প্যাকেজ-দর ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলায় প্রায় ১.২ কোটি মানুষ কেবল টিভির গ্রাহক ৷ কিন্তু তাঁদেরই উপর কোপ পড়তে চলেছে ৷ কেননা এখন কেবল টিভি দেখার দর দ্বিগুণ থেকে তিনগুণ বাড়তে চলেছে ৷
advertisement

তবে, কত হারে বাড়তে চলেছে তার জন্য নজর রাখতে হবে শীর্ষ আদালতের দিকে ৷ কেননা আজ শুক্রবারই সুপ্রিম কোর্টে কেবল টিভির প্যাকেজ-দর সংক্রান্ত ট্রাই-এর আবেদনের শুনানি হওয়ার কথা ৷ কেবল টিভির ক্ষেত্রে ট্রাই-এর মাসুল নির্দেশ অনুযায়ী ১০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখার জন্য কর ব্যতীত মাসিক দাম ১৩০টাকা ৷ এরপর প্রতি পে-চ্যানেলের জন্য ব্রডকাস্টার ও এমএসও সংস্থাগুলিকে নির্ধারিত দাম গ্রাহকদের জানাতে এমএসও সংস্থাগুলিকে নির্ধারিত দাম গ্রাহকদের জানাতে হবে ৷ গ্রাহকরা আলাদা করে নিজেদের পছন্দের চ্যানেলের জন্য অর্থ দেবেন ৷

advertisement

ট্রাই-এর নির্দেশ অনুযায়ী আলাদা করে কোনও চ্যানেল যদি গ্রাহক দেখতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ দাম হবে ১৯ টাকা ৷ আর ব্রডকাস্টার সংস্থার চ্যানেলগুচ্ছ দেখতে হলে তার দর হবে ওই চ্যানেলগুলির পৃথক দরের যোগফলের ৮৫ শতাংশের কম হবে না৷ তবে মাদ্রাজ হাইকোর্ট চ্যানেলগুচ্ছের দর প্রতি চ্যানেলের দরের যোগফলের ৮৫ শতাংশ কম না হওয়ার নির্দেশকে খারিজ করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নিয়ামক সংস্থা ৷

advertisement

এখন কোনওরকম কর ব্যতীত কলকাতা ও সন্নিহিত এলাকায় মাসিক কেবল টিভি প্যাকেজের দাম যথাক্রমে ২৪০, ৩০০, ৩৩০ ও ৩৭০ টাকার মতো ৷ ওই প্যাকেজ যতগুলি চ্যানেল রয়েছে তা দেখতে হলে ২৯ ডিসেম্বর থেকে খরচ দ্বিগুণ থেকে তিনগুণ বাড়বে বলে জানিয়েছেন উত্তর কলকাতার এক কেবল অপারেটর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বর্তমানে কেবল টিভি গ্রাহকদের অধিকাংশই প্যাকেজ অনুযায়ী অপারেটরদের মাসিক বিল দেন ৷ সেই প্যাকেজে এমএসও সংস্থাগুলি এমন অনেক চ্যানেল রাখে, যেগুলি গ্রাহকরা কখনও দেখেন না বা দেখতেও চান না ৷ এতদিন পর্যন্ত তাঁরা সেগুলির জন্যও অর্থ দিতে বাধ্য থাকতেন ৷ এখন তাঁরা পছন্দমতো চ্যানেল বেছে দেখতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী ২৯ ডিসেম্বর থেকেই কি বাড়ছে কেবল টিভির প্যাকেজ-দর ?