প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়ার দিকে যাওয়ার পথে এক যুবক বাইক দাঁড় করিয়ে বেশ খানিক্ষণ বসেছিলেন। তার পর হঠাৎ বাইকের সিটে তাঁর কালো ব্যাগটি রেখে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। অনেকে সেই সময়ে ছুটে গিয়েও ওই যুবককে রক্ষা করতে পারেননি। ঘটনাটি দেখতে পেয়ে ওই এলাকার কয়েকজন বাসিন্দা পুলিশকে খবর দেন। হেষ্টিংস থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে সন্নিহিত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের নাম বা পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
advertisement
তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার আত্মহত্যা কিংবা ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে। ২০২১ সালের জুন মাসেও এক যুবক দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেন। যদিও পুলিশি তৎপরতায় যুবককে প্রাণে বাঁচানো সম্ভব হয়। জানা গিয়েছে, ওই যুবক অসমের বাসিন্দা। কাজের জন্য ভিনরাজ্যে পাড়ি দেন। সেখানে কাজ চলে যাওয়ায় কলকাতায় ফেরেন। তারপরে কোনও দিশা খুঁজে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ওই যুবকও বাইক নিয়ে এসেছিলেন। ওই যুবক আত্মহত্যার চেষ্টা করার আগে বেশ কিছুক্ষণ ব্রিজের ওপরে ঘুরছিলেন। তারপর বাইক রেখে আত্মহত্যার চেষ্টা করেন।