TRENDING:

#Yearender2018: আইনি গেরোয় বিজেপির রথ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রামনবমীর অস্ত্র মিছিলে ধাক্কা। কিন্তু, আশা ছাড়েনি বিজেপি। তাই, এবার লোকসভা ভোটের আগে রাজ্যে রথযাত্রার পরিকল্পনা করে তারা।
advertisement

ঠিক যেন রিয়েলিটি শোয়ের মেগা ফাইনাল। রথযাত্রায় দেশের বাঘা বাঘা রথী মহারথীরা। কখনও লাগাম নরেন্দ্র মোদির হাতে। কখনও অমিত শাহর হাতে। আবার কখনও রথ ছোটাবেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন: আরও এক ‘রবিনসন স্ট্রিট’, মায়ের পচা-গলা দেহ আগলে বসে রয়েছে ছেলে

নামেই রথ। আসলে বিলাসবহুল এসি বাস। বিজেপির পরিকল্পনা ছিল,

advertisement

বিজেপির রথের পরিকল্পনা

- ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে বিজেপির রথযাত্রা

- মোট তিনটি রথ ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে

- রথে এলইডি স্ক্রিনে মোদি সরকারের নানা প্রকল্পের ঢালাও প্রচার

আরও পড়ুন: শনিবার থেকে ২৪ ঘণ্টারও বেশি জল সরবরাহ বন্ধ থাকবে কলকাতার বিস্ত‌ৃীর্ণ এলাকায়, ভোগান্তির আশঙ্কা

কিন্তু, বীরভূম থেকে সরে কোচবিহার। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ-ডিভিশন বেঞ্চ। নবান্ন, লালবাজার। চাকা গড়ানোর আগেই অনেক জায়গা ঘুরে ফেলে রথ।

advertisement

প্রথম হোঁচট

বীরভূম নয়, কোচবিহার

ঠিক হয়েছিল, বীরভূমের লালমাটি থেকেই গড়াবে রথের চাকা। কিন্তু, অনুব্রত মণ্ডলের পালটা নাম সংকীর্তনে বীরভূমে বিজেপির বীরদর্পে ভাটা পড়ে।

আরও পড়ুন: মেলবোর্নে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে ? দেখে নিন

- রুট বদলে ৭ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রা শুরুর ঘোষণা হয়

কিন্তু, এবার রথ আটকায় হাইকোর্টে।

advertisement

দ্বিতীয় হোঁচট

রথ আটকাল হাইকোর্টে

- ৬ ডিসেম্বর হাইকোর্টে কোচবিহার থেকে রথযাত্রার অনুমোদন দিল না বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ

- ডিভিশন বেঞ্চের নির্দেশে লালবাজারে বসে বৈঠক

- রাজ্য বিজেপিকে সভার অনুমতি দিলেও রথযাত্রায় লাগাম টানা হয়

জট কাটাতে ফের হাইকোর্টে যায় বিজেপি। বিজেপি-সংঘ দ্বন্দ্বে বদলে যায় আইনজীবীও।

- শর্তসাপেক্ষে রথের চাকা গড়ানোর অনুমতি দেওয়া হয়

advertisement

কিন্তু, ফের বিজেপি শিবিরের উল্লাস স্তব্ধ। এবার, প্রধান বিচারপতির বেঞ্চে অনিশ্চিত হয়ে পড়ে রথের ভবিষ্যৎ।

- হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে যায় প্রধান বিচারপতির বেঞ্চে

- মামলা ফেরে সিঙ্গল বেঞ্চেই

আইবি রিপোর্ট না দেখে কীভাবে রথযাত্রায় অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তাতেই বিজেপির রথযাত্রা এখন বিশ বাঁও জলে। যদিও, এখনও রথের আশায় বিজেপি। এবার মামলা সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

হিন্দি বলয়ে পাঁচ রাজ্যে ভরাডুবি। তলানিতে এ রাজ্যের দলীয় কর্মীদের মনোবল। তা চাঙ্গা করতে রথযাত্রা। একইসঙ্গে, লোকসভায় পায়ের তলার জমি শক্ত করা। কিন্তু, বারবার হোঁচটে ধাক্কা খেয়েছে বিজেপির এক ঢিলে দুই পাখি মারার কৌশল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
#Yearender2018: আইনি গেরোয় বিজেপির রথ