এদিন উদ্বোধনের পাশাপাশি তিনি পরিবহন মন্ত্রী জানান, যাত্রীসাথী অ্যাপ অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়। এই অ্যাপের মাধ্যমে বহু মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়ি বুক করছে। বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে AC-39, AC- 50A, AC-37A, V-1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12, S-66 এই ১২টি সরকারি বাসে চালু হচ্ছে।
যাত্রী সাথী অ্যাপে কী ভাবে কাটবেন টিকিট?
advertisement
অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর একটা কিউআর কোড মোবাইলে শো করবে। সেটা বাসে উঠে কন্ডাক্টরের মেশিনে দেখালে টিকিট বেরিয়ে আসবে।
একইসঙ্গে, নিউ টাউন মডেল এবার কলকাতায় হতে চলেছে। নিউটাউনে প্রতিটি বাস স্টপেজে এলইডি ডিসপ্লে বোর্ড আছে। সেখানে কোন বাস কতক্ষণ পর কোথায় আছে প্রতিটি বিষয়ে উল্লেখ থাকে। কলকাতার প্রতিটি বাস স্টপেজে সেই এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর কথা জানালেন পরিবহণ মন্ত্রী।
আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ হবে। প্রতিটি বাসে বর্তমানে ভিএলটিডি বা জিপিএস সিস্টেম রয়েছে। যেটা সম্পূর্ণ যুক্ত থাকবে এই ডিসপ্লে বোর্ডের সঙ্গে। একইসঙ্গে তিনি যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কোন বাস কোথায় রয়েছে কখন কোন বাস স্টপেজে দাঁড়াবে, সেটাও যুক্ত হয়ে যাবে।
তবে বর্তমানে সরকারি বাস যুক্ত করা হলেও, আগামী দিন বেসরকারি বাসকেও এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। সেক্ষেত্রে এদিন ময়দান তাঁবুতে বেসরকারি বাস সংগঠন গুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী এবং পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন। ছিলেন এই প্রযুক্তির বাস্তবায়ন যাদের উপর রয়েছে সেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারাও।
তবে যাত্রী হয়রানির কথা এদিন স্বীকার করলেন রাজ্যে পরিবহন মন্ত্রী। প্রচুর সরকারী বাস স্টপেজে না দাঁড়িয়ে বেরিয়ে যায়। চালক বা কন্ডাক্টার দাঁড়াতে চান না সেটাও স্বীকার করলেন তিনি। এটা নিয়ে তিনি নিগমের সঙ্গে কথা বলে সরকারি বাস চালকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।