বণিকসভা FICCI FLO ( FICCI Ladies Organisation) আয়োজিত শহরে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি আলোচনাসভায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘মহিলা ক্যাব ড্রাইভারের বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে৷ এই শহরে এখনও পর্যন্ত কোনও মহিলা ক্যাব ড্রাইভার দেখা যায়নি ৷ মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই এবার মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷ ‘আজাদ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ৷ শহরে মহিলা ক্যাব ড্রাইভারের চাহিদা দিন দিন বাড়ছে ৷ অন্য রাজ্যে মহিলা ক্যাব ড্রাইভার দেখা গেলেও এরাজ্যে এখনও তা দেখা যায়নি ৷ এবার প্রশিক্ষণ পেলে কলকাতাতেও খুব তাড়াতাড়ি মহিলা ক্যাব ড্রাইভার দেখা যাবে ৷ ’’
advertisement
মন্ত্রী শশী পাঁজা এদিন মহিলাদের সুরক্ষা, নারী পাচার সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন আলোচনাসভায় ৷ তাঁর মতে, ‘‘কোনও অন্যায় দেখলেই পুলিশ-প্রশাসনকে জানান। প্রতিবাদ করুন। আমরা ব্যবস্থা নেব। সরকার আপনাদের পাশে সবসময় আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকার ‘মুক্তির আলো’ প্রকল্প নিয়েছে। নারী পাচার রুখতে আমরা প্রচারের ওপর জোর দিয়েছি ।’’