টানা ৬৭ বছর ধরে নারী শিক্ষায় অসামান্য অবদান রেখে এগিয়ে যাওয়ার পুরস্কার স্বরূপ মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের প্রতি ভারতীয় ডাক বিভাগ এই বিশেষ সম্মান প্রদর্শন করেছে বলে জানিয়েছেন ভারতীয় ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিয়নের (South Bengal Region) পোস্টমাস্টার জেনারেল শশী সালিনী কুজুর।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক শুরু হবে কোন সময়? বড় সিদ্ধান্ত জানাল হাইকোর্ট! লাখ-লাখ পরীক্ষার্থীর জন্য বিরাট খবর
তিনি জানিয়েছেন, “মেদিনীপুরের এই মহিলা মহাবিদ্যালয় সেই ১৯৫৭ সাল থেকে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে চলেছে। একের পর এক নতুন কীর্তি স্থাপন করছে। তাই ডাক বিভাগের এই বিশেষ খাম বা স্পেশাল কভারে কলেজের (গোপ প্যালেসের) ছবি সহ সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এবার তা পৌঁছে যাবে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়।” এই বিশেষ খাম বা স্পেশ্যাল কভার কলেজ কর্তৃপক্ষ এনভেলপ (খাম) হিসেবেও ব্যবহার করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা কাটছাঁট করে দিল্লিতে ফিরছেন রাহুল, জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত
এদিনের অনুষ্ঠানে পোস্ট মাস্টার জেনারেল ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, মেদিনীপুর পোস্টাল ডিপার্টমেন্টের এসএসপিও রতিকান্ত সোয়াইন, কলেজের অধ্যক্ষা ড. জয়শ্রী লাহা প্রমুখ। ভারতীয় ডাক বিভাগের এই অনন্য স্বীকৃতিতে আপ্লুত ড. লাহা বলেন, “প্রথম যখন ওঁদের তরফে যোগাযোগ করে এই বিষয়ে আমাকে জানানো হয়, আমি রীতিমত শিহরিত হয়েছিলাম। সত্যিই এ এক অভূতপূর্ব সম্মান! যা আমাদের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হলো। জেলার মধ্যে প্রথম এই মহিলা মহাবিদ্যালয় এই সম্মানে ভূষিত হল। ফলে স্বভাবতই গর্বিত এই মহাবিদ্যালয়ের ছাত্রীরা।