রবিবার রাতে নিউ ইয়ার পার্টি সেরে আনোয়ার শাহ রোড হয়ে ফিরছিলেন নেতাজিনগরের বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামী। সাঁপুইপাড়ার কাছে তাঁদের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। কিছু দূরে গিয়ে লাল সিগন্যালে দাঁড়িয়ে যায় ২টি গাড়িই। তখন ওই মহিলা ও তাঁর স্বামী নেমে অন্য গাড়িটির কাছে যান।
অভিযোগ, তখন তাঁকে ধাক্কা দেওয়া হয় ও তাঁর স্ত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত গাড়ির চালক। মহিলার চিৎকার শুনে গাড়িটিকে ফলো করেন ২ ব্যক্তি। গাড়ির চালককে ধরতে গেলে সে মহিলাকে রাস্তায় ফেলে, তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই মহিলার হাত ও মাথায় চোট লেগেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2018 9:24 AM IST