TRENDING:

ঝাঁ চকচকে স্কাইওয়াক, ২দিন যেতেই ভর্তি হল পান আর গুটখার পিকে!

Last Updated:

দক্ষিণেশ্বরের এই স্কাইওয়াক সবার মন কেড়েছে। কিন্তু একে সুন্দর রাখার দায়িত্ব তো সাধারণ দর্শনার্থীদেরই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উদ্বোধনের ২ দিনের মধ‍্যেই স্কাইওয়াকের গায়ে পান-গুটখার পিক। কোথাও আবার পড়ে আইসক্রিমের কাগজ, পানীয়র বাক্স। কর্তৃপক্ষ বার বার স্কাইওয়াক পরিষ্কার রাখার আর্জি জানাচ্ছে। কিন্তু, তারপরেও যে কে সেই।
advertisement

উদ্বোধন হওয়ার দুদিনের মধ‍্যেই ৩৪০ মিটার দৈর্ঘের স্কাইওয়াকের বিভিন্ন জায়গা পান-গুটখার পিকে রঙিন। শুধু কি পানের পিক...কোথাও আবার পড়ে পানীয়র টেট্রাপ‍্যাক..৷ স্কাইওয়াকের জায়গায় জায়গায় রাখা ময়লা ফেলার জায়গা। কিন্তু, সেখানে না ফেলে পাশেই ফেলা হয়েছে আইসক্রিমের কাগজ...কেউ যাতে স্কাইওয়াক নোংরা না করেন, তার জন্য এ দিন সকালে মাইকে বারবার আনুরোধ করেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী। কিন্তু, তারপরেও সেই পানের পিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

দক্ষিণেশ্বরের এই স্কাইওয়াক সবার মন কেড়েছে। কিন্তু একে সুন্দর রাখার দায়িত্ব তো সাধারণ দর্শনার্থীদেরই। আর কবে সচেতনতা তৈরি হবে?

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝাঁ চকচকে স্কাইওয়াক, ২দিন যেতেই ভর্তি হল পান আর গুটখার পিকে!