মাধ্যমিকের পুনরাবৃত্তি যাতে আর উচ্চমাধ্যমিকে না হয় সে জন্যই এবার আরও কড়া শিক্ষা দফতর ৷ এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮,১৬,২৪৩ ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীসংখ্যা ৬৩,৪১৩ বেশি ৷ মূল পরীক্ষাকেন্দ্র ৭১৩টি ৷
এক নজরে দেখে নেওয়া যাক, কোনও অবাঞ্ছিত ঘটনা রোধ করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-
• মোবাইল নিয়ে কড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷
advertisement
• মোবাইল মিললে বাতিল রেজিস্ট্রেশন
• প্রথম ঘন্টায় পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়া নিষেধ
• প্রতি ঘরে মোবাইল পর্যবেক্ষক-সহ ৩ পর্যবেক্ষক থাকবেন
• ভেন্যু সুপারভাইজার এক্সামিনেশন সিকিউরিটি ফরম্যাট পাবেন
• শেষ ৩০ মিনিট পরীক্ষার্থী বা শিক্ষক, ভেন্যু ছাড়বেন না
• ভেন্যুতে প্রশ্নপত্রের বড় প্যাকেটে আসবে
• ঘরে ছোট প্যাকেটে সিল করে পাঠাতে হবে
• বারকোডে ছোট প্যাকেটগুলিতে ট্র্যাক রাখবে সংসদ
• ২৫% পরীক্ষাকেন্দ্রে থাকবে মোবাইল ডিটেক্টর
• পরীক্ষার প্রথম দিন আগে আসতে বলা হয়েছে
• পড়ুয়াদের ৯টার মধ্যে কেন্দ্রে আসতে বলা হয়েছে