TRENDING:

কুমারটুলিতে ভূতের সংসার, যেমন চাহিদা, তেমন ভূত

Last Updated:

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পালটাচ্ছে চাহিদা। শুধু ডাকিনী যোগিনী এখন নাপসন্দ। মুশকিল আসান করতে হাজির নতুন নতুন ভূতের দল। কুমারটুলির আট শিল্পীর ঘরে এখন ভূতেদের আড্ডা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাবধান! ভূত চতুর্দশীর রাতে কলকাতায় ছড়িয়ে পড়বে ভূতেরা। ভয় দেখাবে। মহাকাল থেকে ডাকিনী-যোগিনী। যেমন চান তেমনি পাবেন। শুধু যেতে হবে কুমারটুলিতে।
advertisement

আসছে ভূত চতুর্দশী। ভূতেদের দিন। যেখানে চোখ যায়, সেখানে ভূতের ভয়। গা ছমছমে পরিবেশ। এই বুঝি ভূতের খপ্পরে পড়তে হল। মটকে দিল ঘাড়।

কালীর আরাধনা মানেই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়। তাই প্রতিমার পাশে থাকে ডাকিনী যোগিনী। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পালটাচ্ছে চাহিদা। শুধু ডাকিনী যোগিনী এখন নাপসন্দ। মুশকিল আসান করতে হাজির নতুন নতুন ভূতের দল। কুমারটুলির আট শিল্পীর ঘরে এখন ভূতেদের আড্ডা।

advertisement

শিল্পীরা কেউ পাল বংশের নন। ভূত-প্রেত ছাড়া অন্য প্রতিমা তৈরিতে তাঁদের উৎসাহ কম। কালী পুজোর আগে তাঁরা এখন ডাকিনী যোগিনীতে মজে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিল্পীদের তৈরি ডাকিনী যোগিনীর চাহিদা বাড়ছে আমেরিকা, লন্ডন, ব্রাজিল, সিঙ্গাপুরেও।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কুমারটুলিতে ভূতের সংসার, যেমন চাহিদা, তেমন ভূত