TRENDING:

উত্তুরে হাওয়ায় নামছে পারদ ! বাতাসে শীতের আগমনি

Last Updated:

আজ শুক্রবারও ভালমতোই ঠাণ্ডা অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এরাজ্যে শীত প্রতিবার একটু পরেই আসে ৷ কিন্তু এবার যেন নভেম্বরের চিত্রটা একটু অন্যরকমই ৷ গতকাল বৃহস্পতিবারই রেকর্ড ঠান্ডার আমেজ অনুভব করা হয়েছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রাও নেমে গিয়েছিল ১৬.৯ ডিগ্রিতে ৷ আজ শুক্রবারও ভালমতোই ঠাণ্ডা অনুভব করা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশপাশে ৷ আকাশ পরিষ্কার থাকায় রাতের দিকে ঠাণ্ডা আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷
advertisement

গতকাল রেকর্ড ঠাণ্ডা পড়েছিল শহরে ৷ গত দশ বছরে এটাই ছিল শীতলতম ১৭ নভেম্বর ৷  কলকাতার পাশাপাশি পুরুলিয়াতে তাপমাত্রা ছিল আরও কম, ১৩ ডিগ্রি সেলসিয়াস ৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ এতটা কমে যেতে গত বেশ কয়েকবছর দেখা যায়নি  ৷

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারতের বহু জায়গায় এই নভেম্বরেই থাবা বসিয়েছে শৈত্যপ্রবাহ ৷ তার হাত ধরে ঠাণ্ডার আমেজ এসে পৌছচ্ছে বাংলার অন্দরেও ৷ কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে পুরোপুরি শীত আসতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ কিন্তু বাতাসে যে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে, তাতে আগামী ৪৮ ঘণ্টাও একইরকম ঠাণ্ডা অনুভব করা যাবে ৷ রবিবারের পর তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে ৷ বাতাসে জ্বলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ তাই ঠাণ্ডা হাওয়া কিছুটা পোক্ত হওয়ার পরই বলা যাবে যে রাজ্যে ঢুকে পড়েছে শীত ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তুরে হাওয়ায় নামছে পারদ ! বাতাসে শীতের আগমনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল