TRENDING:

ঘূর্ণিঝড়ের বাধায় শীত এখন বহুদূর

Last Updated:

শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ ভোরের দিকে গায়ে দিতে হচ্ছে হালকা চাদর তবুও আবহবিদরা জানাচ্ছেন শীত এখনও বহুদূর ৷ রাজ্যে এখনই কনকনে ঠাণ্ডা নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ ভোরের দিকে গায়ে দিতে হচ্ছে হালকা চাদর তবুও আবহবিদরা জানাচ্ছেন শীত এখনও বহুদূর ৷ রাজ্যে এখনই কনকনে ঠাণ্ডা নয় ৷
advertisement

আশা ছিল গত বছরের আক্ষেপ এবার বুঝি সুদে আসলে পুষিয়ে দেবে শীত বাবাজি ৷ কিন্তু বাস্তবে সে গুড়ে বালি ৷ উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ৷ চেন্নাইয়ের কাছে ঘূর্ণিঝড় ‘নাদা’ সৃষ্টি হয়েছে ৷ তার জেরে রাজ্যে বৃষ্টি হবে না ৷ উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বাড়বে তাপমাত্রা ৷ আগামী ২-৩ দিন একই অবস্থা থাকবে ৷ আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি  ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাহলে আরামপ্রিয় অলস বাঙালির প্রিয় ঋতু আসবে কবে? কবেই বা লেপের ওম নিয়ে দিন শেষে নিদ্রা দেবে সকলে ৷ আর কবেই বা রোদে পিঠ দিয়ে সোয়েটার মাফলার জড়িয়ে পিকনিক করবে বাঙালি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত আসার বা তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ৷ তবে আশার কথা, ততদিন শহরজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘূর্ণিঝড়ের বাধায় শীত এখন বহুদূর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল