কলকাতার পাশাপাশি পারদ নেমেছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। বাঁকুড়ার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল ১১ .৫ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও এখন আরও নিম্নমুখী । জলপাইগুড়ি ৯.১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারের তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যে এসপ্তাহে দ্রুত নামবে, তার পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ শনিবার মকর সংক্রান্তির দিন তাপামাত্রা নেমে যেতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে ৷ তবে শুধু সপ্তাহান্তেই নয়, শহরে শীতের আমেজ এখন থাকবে আগামী বেশ কিছুদিন বলেই হাওয়া অফিস সূত্রে খবর ৷ কারণ কোনওরকম ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্জার সম্ভাবনা এখন আর নেই ৷ মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত ৷ আকাশ তাই পরিষ্কার ৷ উত্তরের কনকনে ঠাণ্ডা হাওয়া ধীরে ধীরে প্রবেশ করছে এরাজ্যেও ৷ তাই ছুটির দিনগুলি তো বটেই, সামনের কয়েকটা দিন শুধুই শীতের আনন্দ নিন জমিয়ে ৷
advertisement