TRENDING:

Nawsad Siddique Diamond Harbour: ডায়মন্ড হারবারে অভিষেক বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি? জানিয়ে দিলেন ISF নেতা নিজেই

Last Updated:

তৃণমূল রাজ্যের ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই। বিজেপিও প্রথম দফায় বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।  আজ, বৃহস্পতিবার প্রথম তালিকা প্রকাশ্যে আসে। ১৬ জনের প্রার্থিতালিকায় ১৪ জন নতুন মুখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিজের কথা থেকে সরে এলেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। প্রথমে আইএসএফ চেয়েছিল ৪২টি আসনের মধ্যে ২০টি আসন। তারপর সেখান থেকে কমে জোটের স্বার্থে ১৪টি আসনের কথা বলে আইএসএফ। এবার সেখান থেকে আরও কমিয়ে ৮টি আসনে নেমে আসতে রাজি হয়েছে আইএসএফ। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এর আগে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেও, সেখান থেকে সরেই এলেন আইএসএফ চেয়ারম্যান।
নওশাদ সিদ্দিকী (ফাইল ছবি)
নওশাদ সিদ্দিকী (ফাইল ছবি)
advertisement

তৃণমূল রাজ্যের ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই। বিজেপিও প্রথম দফায় বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ, বৃহস্পতিবার বামেদের প্রথম তালিকা প্রকাশ্যে আসে। ১৬ জনের প্রার্থিতালিকায় ১৪ জন নতুন মুখ।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আইএসএফ সূত্রে খবর, জোটের স্বার্থে তাঁরা যাদবপুর কেন্দ্রটি বামেদের জন্য ছেড়ে দিতে চেয়েছিল। সূত্রের খবর, শর্ত ছিল যাদবপুর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই প্রার্থী করতে হবে বামেদের। তালিকাপ্রকাশের পরে দেখা গেল সেখান থেকে প্রার্থী করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানাভাবে আক্রমণ শানাচ্ছিলেন নওশাদ। ডায়মন্ডহারবার থেকে তিনি প্রার্থী হলে অভিষেক হারবেন বলেও বিশ্বাস ছিল তাঁর। তবে শেষমেষ কিন্তু তেমনটা হল না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique Diamond Harbour: ডায়মন্ড হারবারে অভিষেক বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি? জানিয়ে দিলেন ISF নেতা নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল