TRENDING:

কেন্দ্রের পাঠানো পিপিই-র রং হলুদ কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

Last Updated:

এই হলুদ রঙের মধ্যে দিয়ে আসলে বিজেপি র প্রতিফলন দেখছেন অনেকেই। এদিন যদিও সরাসরি রাজনীতির প্রসঙ্গ টানেননি মমতা বন্ধ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পিপিইর রঙ হলুদ কেন ?  কেন্দ্রের পাঠানো করোনা মোকাবিলার জরুরি কিট ,  পিপিই র রঙ নিয়ে এভাবেই প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাছে ৭ লক্ষ পিপিই চেয়েছিলো রাজ্য। গতকাল এসে পৌঁছে গিয়েছে মাত্র ৩ হাজার পিপিই। এদিকে সাদা বা অফ হোয়াইট রঙের বদলে কেন্দ্রের পাঠানো পিপিই র রঙ হলুদ। কেন আলাদা রঙ দিয়ে নিজেদের পাঠানো পিপিই চিহ্নিত করতে চাইছে কেন্দ্র? এনিয়ে কথাবার্তা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এর পেছনে কোন রাজনৈতিক অভিষন্ধি রয়েছে কিনা,  তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
advertisement

এই হলুদ রঙের মধ্যে দিয়ে  আসলে বিজেপি র প্রতিফলন দেখছেন অনেকেই। এদিন যদিও সরাসরি রাজনীতির প্রসঙ্গ টানেননি মমতা বন্ধ্যোপাধ্যায়।  রাজ্যে করোনা মোকাবিলার চিত্র সন্তোষজনক বলে আগেই মন্তব্য করেছিলেন তিনি। এদিন করোনা ভয় দূর করতে বারে বারে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী । আক্রান্তের সংখ্যা নিয়ে বিজেপির কটাক্ষের ও জবাব দিয়েছে তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরাজ্যে মোট ৬১ জন করোনা পসিটিভ। ১৩ জনকে বেলেঘাটা আই ডি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মমতা। একই সঙ্গে কোন কোন রাজনৈতিক  দলের আই টি সেল ফেক নিউজ ছড়াচ্ছে বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । মনোবল বাড়াতে ডেঙ্গু,  ম্যালেরিয়ায়  আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী । এর আগে কেন্দ্রের বিরূদ্ধে নানা বিষয়েই রাজনীতি করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ এবার পিপিই র রঙবদল নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রের পাঠানো পিপিই-র রং হলুদ কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল