এই হলুদ রঙের মধ্যে দিয়ে আসলে বিজেপি র প্রতিফলন দেখছেন অনেকেই। এদিন যদিও সরাসরি রাজনীতির প্রসঙ্গ টানেননি মমতা বন্ধ্যোপাধ্যায়। রাজ্যে করোনা মোকাবিলার চিত্র সন্তোষজনক বলে আগেই মন্তব্য করেছিলেন তিনি। এদিন করোনা ভয় দূর করতে বারে বারে সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী । আক্রান্তের সংখ্যা নিয়ে বিজেপির কটাক্ষের ও জবাব দিয়েছে তিনি।
এরাজ্যে মোট ৬১ জন করোনা পসিটিভ। ১৩ জনকে বেলেঘাটা আই ডি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মমতা। একই সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের আই টি সেল ফেক নিউজ ছড়াচ্ছে বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । মনোবল বাড়াতে ডেঙ্গু, ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী । এর আগে কেন্দ্রের বিরূদ্ধে নানা বিষয়েই রাজনীতি করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ এবার পিপিই র রঙবদল নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন তিনি৷
advertisement