TRENDING:

কী কী কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে মা উড়ালপুল!

Last Updated:

শহরের গতি বাড়াতে তৈরি হয় মা উড়ালপুল ৷ কিন্তু গত ১৫ মাসে শহরের দীর্ঘতম এই উড়ালপুলই পরিণত হয়েছে মৃত্যুফাঁদে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরের গতি বাড়াতে তৈরি হয় মা উড়ালপুল ৷ কিন্তু গত ১৫ মাসে শহরের দীর্ঘতম এই উড়ালপুলই পরিণত হয়েছে মৃত্যুফাঁদে ৷  এই উড়ালপুলে দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা ৷ অন্যদিকে, সরকারের শত প্রচার সত্ত্বেও হেলমেট না পড়ার অভ্যেসও উড়ালপুলে ডেকে আনছে মৃত্যু ৷
advertisement

বাইপাসের স্প্রিং ক্লাব থেকে পার্ক সার্কাস পর্যন্ত জুড়ছে এই ফ্লাইওভার।  এটি দেশের অন্যতম দীর্ঘ ফ্লাইওভার। দৈর্ঘ্য ৪.২ কিলোমিটার ৷ গত বছর ৯ই অক্টোবর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় মা উড়ালপুল। তখন থেকে নানা বিতর্কে রাজ্যের দীর্ঘতম উড়ালপুলটি। প্রথমে যানজট সমস্যা। এবার একবছর পার হওয়ার আগেই বেহাল দশায় উড়ালপুলের রাস্তা।এবার সঙ্গে জুড়েছে দুর্ঘটনার সমস্যা ৷ এখনও পর্যন্ত ২০১৫ থেকে চলতি বছরের ২৫ ডিসেম্বর অবধি ১৫ মাসে উড়ালপুল ও সংযোগকারী রাস্তায় দুর্ঘটনার সংখ্যা ১৭ ৷

advertisement

মা উড়ালপুলে দুর্ঘটনার খতিয়ান

১০ অক্টোবর, ২০১৫- নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাইকের ধাক্কা, আহত ২

২০ অক্টোবর, ২০১৫- দুর্গাপুজোর অষ্টমীতে বাইক দুর্ঘটনায় মৃত এক, সেদিনই উড়ালপুলে অন্য একটি বাইক দুর্ঘটনায় আহত দুই ৷

১২ নভেম্বর, ২০১৫- ডিভাইডারে ধাক্কা মেরে বাইক উল্টে একজনের মৃত্যু হয় ৷

advertisement

৩ জানুয়ারি, ২০১৬- উড়ালপুল থেকে ইএম বাইপাসের দিকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত একজন, আহত দুই জন ৷

৪ ফেব্রুয়ারি, ২০১৬- উড়ালপুলের উপরে গোবিন্দখটিক রোড ও পার্ক সার্কাস কানেক্টরে ডিভাইডারে গাড়ির ধাক্কায় আহত হয় একজন ৷

১৮ মে, ২০১৬- পুলিশের গাড়ি নিয়ম ভেঙে বাইপাসের দিক থেকে ঘুরে উড়ালপুলে উঠতে গেলে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় ৷

advertisement

১৮ জুন, ২০১৬- উড়ালপুলের উত্তরমুখী রাস্তায় ওঠার সময় দুর্ঘটনায় পড়ে বিধাননগরের পুলিশ আধিকারিকের গাড়ি ৷

২১ জুন, ২০১৬ - পার্ক সার্কাসের দিকে উড়ালপুলে গাড়ির ধাক্কায় আহত এক মহিলা ৷

২৮ জুন, ২০১৬- সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের নীচে পিলারে ধাক্কা মেরে গাড়ি চালকের মৃত্যু ৷

advertisement

৯ জুলাই, ২০১৬- উড়ালপুলের দেওয়ালে বেপরোয়া বাইকের ধাক্কা ৷ নীচে পড়ে গুরুতর আহত বাইক আরোহী ৷

১৮ জুলাই, ২০১৬- ইএম বাইপাসে নামার মুখে উড়ালপুলে স্কুটির টায়ার ফেটে দুর্ঘটনায় আহত হয় একজন ৷

১৪ সেপ্টেম্বর, ২০১৬- মা উড়ালপুলের ক্রসিংয়ের কাছে বাইকের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কায় আহত হয় বেশ কয়েকজন ৷

৭ অক্টোবর, ২০১৬- দুর্গাপুজোর পঞ্চমীর দিন উড়ালপুলে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই যুবকের ৷

১৩ অক্টোবর, ২০১৬- ডিভাইডারে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হন একজন ৷

১৭ অক্টোবর, ২০১৬- হেলমেট ছাড়া দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহীরা, আহত হন দুই জন ৷

১ নভেম্বর, ২০১৬- চিংড়িহাটার কাছে উড়ালপুলে প্রাইভেট গাড়ি উল্টে আহত একজন ৷

৫ ডিসেম্বর, ২০১৬- মা ফ্লাইওভারের সংযোগকারী এজেসি বোস রোড উড়ালপুল থেকে নামার মুখে দুর্ঘটনায় মৃত তিন ৷

২৫ ডিসেম্বর, ২০১৬- স্কুটি নিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু হয় গ্র্যাজুয়েট ছাত্রী মোনালিসা দেবনাথের, গুরুতর আহত হয় আরও একজন ৷

একের পর এক দুর্ঘটনার কারণে শিরোনামে মা উড়ালপুল ৷ কিন্তু কেন বার বার ঘটছে অ্যাক্সিডেন্ট ৷ গতি বাড়ানোর জন্যই কি দুর্ঘটনা? প্রশ্ন উঠছে বেপরোয়া ড্রাইভ বাকি উড়ালপুলের রাস্তার নকশায় গলদ? দায়ী কে?

শহরের অন্যান্য সড়কের মতো হেলমেট না পড়ায় এই ফ্লাইওভারেও ঘটছে দুর্ঘটনা ৷ একবছরের কিছু বেশি বয়সী উড়ালপুলের রাস্তার বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে গর্ত ৷ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে বাইপাস পর্যন্ত সম্প্রসারিত উড়ালপুল। বর্তমানে উড়ালপুলের একটি অংশ সম্প্রসারিত হয়েছে AJC বোস  ফ্লাইওভার পর্যন্ত। গোটা উড়ালপুলের মধ্যে ৬টি জায়গায় তৈরি হয়েছে গর্ত। রাস্তার গর্ত বাঁচাতে গিয়েও ঘটতে পারে দুর্ঘটনা ৷ কিন্তু শুধু কি সেটাই কারণ? পুলিশ আধিকারিকদের অভিমত, উড়ালপুলে ওঠার বা নামার সময় সঠিক পথনির্দেশ না থাকায় বিভ্রান্ত চালক বা বাইক আরোহীরা দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন ৷

একইসঙ্গে উড়ালপুলের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশদের পরামর্শ, উড়ালপুলের রাস্তা ভাগ হওয়ার বেশ কিছুটা আগে থেকে যদি স্পষ্ট পথনির্দেশ দেওয়া থাকে তাহলে চালকদের সুবিধা হবে, দুর্ঘটনাও এড়ানো যাবে ৷ কারণ - বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তীব্র গতিতে থাকার কারণে উড়ালপুলের রাস্তা ভাগের ঠিক আগে লাগানো সাইনবোর্ড চোখে না পড়ায় ভুল রাস্তায় ঢুকে পড়েন গাড়ি চালক এবং বাইক আরোহীরা ৷ এর ফলেই ঘটে দুর্ঘটনা ৷

উদাহরণ হিসেবে বলা যায়,  রবিবার, ২৫ ডিসেম্বর মা উড়ালপুলে দুর্ঘটনায় মৃত মোনালিসা দেবনাথের কথা ৷ পুলিশের মতে, মোনালিসা স্কুটি নিয়ে পার্ক সার্কাসের হয়ে পার্কস্ট্রিটে যেতে গিয়ে ভুল করে বাইপাসের দিকের মা উড়ালপুলের রোডটিতে ঢুকে পড়েন ৷ ভুল বুঝে পিছনে আসার সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ডিভাইডারের ধাক্কা মারেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

একের পর এক দুর্ঘটনার পর নজরদারি বাড়াচ্ছে পুলিশ একইসঙ্গে দুর্ঘটনা রোধে এই পদক্ষেপগুলি নেওয়ার অনুরোধ করেছেন তারা ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কী কী কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে মা উড়ালপুল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল