বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সরকারকে নানা ইস্যুতে নিশানাও করলেন। কলকাতায় কেন্দ্রচালিত মেট্রো প্রকল্পকে নিয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। তিনি সরাসরি মেট্রোর কাজ বন্ধ ও দেরির জন্য রাজ্য সরকারকে দায়ি করে গেলেন।
কলকাতা মেট্রোর কাজ কেন আটকে রয়েছে, কেন দেরি হচ্ছে – এই নিয়ে প্রশ্ন করা হলেই রাজ্যকে নিশানা করলেন অমিত শাহ। মেট্রোর কাজ আটকে থাকা বা দেরি হওয়ার নেপথ্যে তিনি জমি না পাওয়ার কারণই দেখালেন। রাজ্যের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছ’বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার পশ্চিমবঙ্গে এসে বৈঠক করেছেন। তার পরও বাংলায় তৃণমূলের সরকার কেন জমি দিচ্ছে না?”
advertisement
আরও পড়ুন- ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী! শাহকে ঘিরে BJP কর্মীদের উন্মাদনা
অমিত শাহ এদিন আরও বলেন, “ভারত সরকার গোটা দেশে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। সব জায়গায় পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে কেন আটকে থাকছে? তামিলনাড়ু, তেলঙ্গানায় কেন কোওরকম সমস্যা হচ্ছে না? অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন উত্তরপ্রদেশেও সমস্যা হয়নি?”
অমিত শাহ এদিন আরও বলেন, “উন্নয়ন চলে গিয়েছে সিন্ডিকেটের কবলে। বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব, বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাব। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাব।”
