TRENDING:

বাকিদের পিছনে ফেলে কেন কলকাতা পেল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনাল ?

Last Updated:

স্টেজে মেকাপ। বাকিদের পিছনে ফেলে যুব বিশ্বকাপের ফাইনাল ছিনিয়ে নিল কলকাতা। ফিফার সিদ্ধান্তে খুশি বঙ্গ ফুটবল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্টেজে মেকাপ। বাকিদের পিছনে ফেলে যুব বিশ্বকাপের ফাইনাল ছিনিয়ে নিল কলকাতা। ফিফার সিদ্ধান্তে খুশি বঙ্গ ফুটবল।
advertisement

কর্মসংস্কৃতি। এই শব্দেই ভারতের মাটিতে যুব বিশ্বকাপের ফাইনাল আয়োজনে বাকিদের পিছনে ফেলে দিল কলকাতা। গতবছর প্রথমবার যুবভারতী দেখে এসেই এই স্টেডিয়ামের প্রেমে পড়ে গিয়েছিলেন ফিফা কর্তারা। তবুও একটা প্রশ্নচিহ্ন ছিল। কারণ, কলকাতার চ্যালেঞ্জ ছিল নভি মুম্বই এবং কোচির সঙ্গে।

কোথায় এগিয়ে কলকাতা

-------------------

বাকি পাঁচটি মাঠের চেয়ে অনেক দ্রুত কাজের গতি

advertisement

স্টেডিয়াম সংলগ্ন ছ’টি অনুশীলনের মাঠ

কলকাতার ফুটবল সংস্কৃতি

বাকি পাঁচটি মাঠের চেয়ে অনেক দ্রুত কাজের গতি দেখিয়ে গেল যুবভারতী। সঙ্গে স্টেডিয়াম সংলগ্ন ছ’টি অনুশীলনের মাঠ, যা বাকিদের নেই। আর কলকাতার ফুটবল সংস্কৃতি। এই তিনটি জায়গায় সেরার সেরা কলকাতা।

কলকাতাকে এগিয়ে রাখার দিনেই কোচিকে হলুদ কার্ড দেখিয়ে রাখল ফিফা। বাড়ানো হল এই মাঠের সময়সীমা। একইসঙ্গে জানানো হয়েছে একটি সেমিফাইনাল হবে নভি মুম্বইয়ে, অন্যটি গুয়াহাটিতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাকিদের পিছনে ফেলে কেন কলকাতা পেল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনাল ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল