কর্মসংস্কৃতি। এই শব্দেই ভারতের মাটিতে যুব বিশ্বকাপের ফাইনাল আয়োজনে বাকিদের পিছনে ফেলে দিল কলকাতা। গতবছর প্রথমবার যুবভারতী দেখে এসেই এই স্টেডিয়ামের প্রেমে পড়ে গিয়েছিলেন ফিফা কর্তারা। তবুও একটা প্রশ্নচিহ্ন ছিল। কারণ, কলকাতার চ্যালেঞ্জ ছিল নভি মুম্বই এবং কোচির সঙ্গে।
কোথায় এগিয়ে কলকাতা-------------------
বাকি পাঁচটি মাঠের চেয়ে অনেক দ্রুত কাজের গতি
advertisement
স্টেডিয়াম সংলগ্ন ছ’টি অনুশীলনের মাঠ
কলকাতার ফুটবল সংস্কৃতি
বাকি পাঁচটি মাঠের চেয়ে অনেক দ্রুত কাজের গতি দেখিয়ে গেল যুবভারতী। সঙ্গে স্টেডিয়াম সংলগ্ন ছ’টি অনুশীলনের মাঠ, যা বাকিদের নেই। আর কলকাতার ফুটবল সংস্কৃতি। এই তিনটি জায়গায় সেরার সেরা কলকাতা।
কলকাতাকে এগিয়ে রাখার দিনেই কোচিকে হলুদ কার্ড দেখিয়ে রাখল ফিফা। বাড়ানো হল এই মাঠের সময়সীমা। একইসঙ্গে জানানো হয়েছে একটি সেমিফাইনাল হবে নভি মুম্বইয়ে, অন্যটি গুয়াহাটিতে।