কাল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেয়রপদে উঠে আসছে তিন মন্ত্রীর নাম ৷ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় না রাজ্যের পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ? দ্বন্দ্ব চরমে ৷
শোভন মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পর মমতা ফিরহাদ হাকিমকে দমকল এবং আবাসন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি অতীতে পুরসভার বিভিন্ন দায়িত্বও সামলেছেন। ছিলেন মেয়র পারিষদও। ফলে তাঁকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে মেয়র করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
advertisement
নাম রয়েছে অরূপ বিশ্বাসেরও ৷ কে হবেন মেয়র ? পুরসভার কর্মীরা এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
শোভন বিদায়। মন্ত্রীত্ব ছাড়ার পর কলকাতার মেয়র পদ থেকেও সরতে হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে। এদিন দমকল ও আবাসনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। তখনই মেয়র পদ থেকেও শোভনকে সরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক চরম অনিশ্চয়তার মুখে শোভন চট্টোপাধ্যায়।