TRENDING:

BJP: টিম শমীকের, কিন্ত নেতা কে? শুভেন্দু, অমিতাভ নাকি...ভোটের আগে নেতা নির্ধারণে একাধিক নাম নিয়ে জল্পনা বিজেপিতে

Last Updated:

২৬-এর ভোটে শমীক ভট্টাচার্যের টিমে নেতা কারা? বহু নাম নিয়ে আলোচনা চলছে। সবাই চাইছে তাদের লোক থাকুক। কিন্তু কোনও নামই চূড়ান্ত হচ্ছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৬-এর ভোটে শমীক ভট্টাচার্যের টিমে নেতা কারা? বহু নাম নিয়ে আলোচনা চলছে। সবাই চাইছে তাদের লোক থাকুক। কিন্তু কোনও নামই চূড়ান্ত হচ্ছে না। সূত্রের খবর, বৈঠকে মূলত এগিয়ে শমীক, শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তীর নাম। মহিলা মোর্চা সভানেত্রী হিসাবে এগিয়ে শশী অগ্নিহোত্রী। যুব মোর্চা সভাপতির নাম এসেছে, তরুণজ্যোতি তেওয়ারি এবং সুরঞ্জন সরকার। সভাপতির পর দলের গুরুত্বপূর্ণ পদ হল সাধারণ সম্পাদক সংগঠন। এই পদে পরিবর্তন হবে কি না, তা আরএসএস ঠিক করবে।‌
টিম শমীকের, কিন্ত নেতা কে? শুভেন্দু, অমিতাভ নাকি...ভোটের আগে নেতা নির্ধারণে একাধিক নাম নিয়ে জল্পনা বিজেপিতে
টিম শমীকের, কিন্ত নেতা কে? শুভেন্দু, অমিতাভ নাকি...ভোটের আগে নেতা নির্ধারণে একাধিক নাম নিয়ে জল্পনা বিজেপিতে
advertisement

যদিও একটা সূত্রে খবর, বর্তমানে এই পদে থাকা অমিতাভ চক্রবর্তী এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চান। তা যদি হয়, তবে এই পদেও পরিবর্তন হবে। সাধারণ সম্পাদক হিসাবে এসেছে রীতেশ তেওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বেশ কিছু নাম। কে হবেন এদের মধ্যে তা নিয়েই প্রশ্ন‌। চারজন সাধারণ সম্পাদক হতে পারেন এই নামের তালিকা থেকে।

advertisement

আরও পড়ুন: ‘বিক্রি হয়েছে ৫০ টাকার, বেতন দিতে হয় ১৫ লাখ’, বন‍্যাবিধ্বস্ত মানালিতে গিয়ে নিজের রেস্তোরাঁর হিসেব দিলেন কঙ্গনা! কেন জানেন?

বিজেপি সূত্রে খবর, ২০২৬-এর ভোটে লড়াইয়ের জন্য টিম বদল করতে হিমশিম খাচ্ছেন শমীক ভট্টাচার্য। আরও জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে চলেছেন শমীক ভট্টাচার্য। আজকের সমন্ময় বৈঠকের পর নেতাদের গম্ভীর মুখ দেখে বোঝা কঠিন, কে জিততে চলেছে নতুন কমিটি গঠনে। বিজেপি নেতা সুনীল বনসল এ রাজ্যের সংগঠনের দায়িত্বে থাকলেও, বাংলায় কড়া নজর রেখে চলেছেন শাহ।

advertisement

আরও পড়ুন: হোটেলে রাত কাটাবেন, ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেন লাইট? খবরদার করবেন না এই ভুল! অন্ধকারেই করুন এই কাজ…কেন? কারণ জানলে প্রতিবার করবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শমীক সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে বেশ কয়েক বার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে ক্ষেত্রে নতুন রাজ্য কমিটি গঠন নিয়েও শমীকের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে নতুন করে রাজ্য কমিটি গঠনের আগে শাহ কথা বলতে চেয়েছিলেন বিরোধী দলনেতার সঙ্গে। তাই গত বছর সোমবার তাঁকে দিল্লিতে তলব করা হয় বলেই বিজেপি সূত্রে খবর। অন্যদিকে রাজ্য কমিটি কবে তৈরি হবে সে নিয়েও কর্মীদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: টিম শমীকের, কিন্ত নেতা কে? শুভেন্দু, অমিতাভ নাকি...ভোটের আগে নেতা নির্ধারণে একাধিক নাম নিয়ে জল্পনা বিজেপিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল