যদিও একটা সূত্রে খবর, বর্তমানে এই পদে থাকা অমিতাভ চক্রবর্তী এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চান। তা যদি হয়, তবে এই পদেও পরিবর্তন হবে। সাধারণ সম্পাদক হিসাবে এসেছে রীতেশ তেওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বেশ কিছু নাম। কে হবেন এদের মধ্যে তা নিয়েই প্রশ্ন। চারজন সাধারণ সম্পাদক হতে পারেন এই নামের তালিকা থেকে।
advertisement
বিজেপি সূত্রে খবর, ২০২৬-এর ভোটে লড়াইয়ের জন্য টিম বদল করতে হিমশিম খাচ্ছেন শমীক ভট্টাচার্য। আরও জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে চলেছেন শমীক ভট্টাচার্য। আজকের সমন্ময় বৈঠকের পর নেতাদের গম্ভীর মুখ দেখে বোঝা কঠিন, কে জিততে চলেছে নতুন কমিটি গঠনে। বিজেপি নেতা সুনীল বনসল এ রাজ্যের সংগঠনের দায়িত্বে থাকলেও, বাংলায় কড়া নজর রেখে চলেছেন শাহ।
শমীক সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে বেশ কয়েক বার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে ক্ষেত্রে নতুন রাজ্য কমিটি গঠন নিয়েও শমীকের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে নতুন করে রাজ্য কমিটি গঠনের আগে শাহ কথা বলতে চেয়েছিলেন বিরোধী দলনেতার সঙ্গে। তাই গত বছর সোমবার তাঁকে দিল্লিতে তলব করা হয় বলেই বিজেপি সূত্রে খবর। অন্যদিকে রাজ্য কমিটি কবে তৈরি হবে সে নিয়েও কর্মীদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে।