এ বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও থাকছে একের পর এক চমক। আবারও ফিল্মোৎসবের উদ্বোধনী মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে অভিতাভ-শাহরুখকে। থাকতে পারেন, আরেক বাঙালি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও। আর, জামাই আসছেন, ঘরের মেয়ে ঘরে ফিরবেন না, এ-ও কী হয়! অমিতাভের সঙ্গে অনুষ্ঠান মঞ্চে হাজির থাকবেন স্ত্রী জয়া বচ্চনও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
এবার, উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ আলো করে থাকবেন আরও অনেক বাঙালি তারকা। সেই তালিকায় থাকা নাম লিখতে শুরু করলে শেষ করাই যেন মুশকিল। নবান্ন সূত্রের খবর, উদ্বোধনী মঞ্চে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং-দের। এ ছাড়াও, থাকবেন মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা।
এর আগে অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরেই কলকাতা এসে পৌঁছবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানরা। করোনাকালের খরা কাটিয়ে, তিন বছর পরে অবেশেষে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
জানা গিয়েছে, এবারের ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জানানো হচ্ছে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়েই উৎসবের উদ্বোধনী সিনেমা হিসাবে দেখানো হবে হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছায়াছবি "অভিমান"। অমিতাভ এবং জয়া দুজনেই অভিনয় করেছিলেন এই সিনেমায়। এ ছাড়াও, এবছর অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে সূত্রের খবর।
৪২ দেশের মোট ১০৭৮ ছবি প্রদর্শিত হবে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে। এর আগে ২০২২ সালে করোনা-র জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন শাহরুখ খান। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর সংস্থার ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে পারেন। মূল মঞ্চে এই তারকাদের পাশাপাশি টলিউড থেকেও একাধিক তারকারাও হাজির থাকার কথা।