সংস্থার পক্ষ থেকে এরপর আর এই বিশ্বের সবচেয়ে সস্তা ফোন নিয়ে কোনও ঘোষণা হয়নি ৷ রিংগিং বেল সংস্থা কিন্তু এরপর নতুন স্মার্টফোন এবং টিভি তৈরির দিকে নজর দিলেও ‘ফ্রিডম ২৫১’-র বিষয়টি কিন্তু বেমালুম চেপে গিয়েছে ৷ সংবাদসংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাইবার মিডিয়া রিসার্চের প্রিন্সিপ্যাল অ্যানালিস্ট ফয়জল কাভুসা বলেন, ‘‘ আমার মনে হয় এই বিষয়টিকে বছরের সবেচেয়ে বড় হতাশার ঘটনা তখনই বলা উচিৎ, যদি এটা নিয়ে মানুষের আশা অনেক বেশি থাকত ৷ কিন্তু প্রত্যেক শিক্ষিত মানুষের মনেই এই ফোন নিয়ে প্রথম থেকেই একটা প্রশ্ন ছিল ৷ হয়তো অনেকেই এই ফোন অর্ডার দিয়েছিলেন ৷ কিন্তু সেটাও শুধুমাত্র গোটা দেশে হঠাৎ করে ওঠা হাইপের জন্যই ৷ কেউই এই স্মার্টফোনকে বিশেষ গুরুত্ব সহকারে দেখেননি ৷ ’’
advertisement
সংস্থার পক্ষ থেকে এবছর ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয় যে জুনের মধ্যে আড়াই মিলিয়ন হ্যান্ডসেট তৈরি করা হবে ৷ কিন্তু এই ফোনের চাহিদা আকাশছোঁয়া হয় ৷ অনলাইনে ফোন কেনার সময় সংস্থার ওয়েবসাইটই ক্র্যাশ হয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ৷ ‘ফ্রিডম’ শেষপর্যন্ত আর মুক্তি পায়নি ৷