TRENDING:

Calcutta High Court: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কবে? উচ্চ শিক্ষা দফতরের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

Last Updated:

রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে রাজ্য এবং উচ্চ শিক্ষা দফতরের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়(দাস) ডিভিশন বেঞ্চ জানায়, নির্বাচন নিয়ে তাদের অবস্থান কী, তা দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। আদালতকে জানাতে হবে নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্য কী পদক্ষেপ করা হবে।
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
advertisement

জনস্বার্থ মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়ের সওয়াল, নিয়মে বলা রয়েছে নিয়মিত ছাত্র নির্বাচন করাতে হবে। কিন্তু বহু বছর ধরে নির্বাচন বাকি রয়েছে হচ্ছে না। রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনম এর মন্তব্য, “কিছু অবস্থান নিন। নির্বাচন করা হচ্ছে না। পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার আওতায় থাকা কলেজগুলিতে ২০১৭-য় ছাত্র নির্বাচন হয়েছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-এ, যাদবপুরে ২০২০-তে তা হয়। তার পর থেকে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাংসদ নির্বাচন হয়নি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কবে? উচ্চ শিক্ষা দফতরের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল