সূত্রের খবর, রাজ্যের প্রায় ৮০ হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে কিছু কিছু জেলায় BLO-দের তালিকায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। কমিশনের নির্দেশ, বুথ লেভেল অফিসারদের তালিকা পুনরায় যাচাই করতে হবে, যাতে চাকরি-বাতিল কোনও শিক্ষাকর্মীর নাম সেখানে না থাকে।
এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!
advertisement
স্টেশনে দাঁড়ানো কোচি মেলকে পিষে দিল মাঙ্গালুরু মেল! দক্ষিণ ভারতে বড় ট্রেন দুর্ঘটনা
উল্লেখ্য, চাকরি-বাতিল হওয়া শিক্ষকদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, তাঁদের বুথ লেভেল অফিসার পদে রাখা যাবে না। জেলা প্রশাসনগুলিকে এই বিষয়ে সতর্ক করেছে কমিশন।
নির্বাচন কমিশনের কড়া অবস্থান— রায় বহাল থাকা বা আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের BLO পদে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। ফলে, সংশ্লিষ্ট জেলাগুলিকে এখন নতুন করে তালিকা যাচাইয়ের নির্দেশ পাঠানো হয়েছে।

