সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু এও বলেন, ‘‘তাপস রায়ের বিজেপিতে যোগদান করার প্রস্তাব আমাদের কাছে এলে আমাদের দলের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে, আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপি নেতৃত্বের মতামত চাইব। যে তাপস রায়কে দলে যোগদান করানো হবে না হবে না। যদি উত্তর কলকাতা জেলা বিজেপি তাপস রায়কে বিজেপিতে যোগদান করার ব্যাপারে কোন আপত্তি না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজেপির রাজ্য কমিটির নির্দিষ্ট একটি টিম রয়েছে। আমি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই টিমের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়েই তাপস রায়কে বিজেপিতে যোগদান করানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’
advertisement
আরও পড়ুন– রাশিফল ৪ মার্চ – ১০ মার্চ; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
শুভেন্দু আরও বললেন, ‘‘রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতেই পারে। কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হয়ে যে ভাষাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দল ছেড়েছেন তাতে মনে হচ্ছে তাপস রায় আগামী দিনে দৃঢ় পদক্ষেপ নিতে চান। তবে তিনি যদি আমাদের দলে আসতে চান তাহলে নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই তাঁকে বিজেপিতে যোগদানের সুযোগ দেওয়া হবে।’’