TRENDING:

Suvendu Adhikari: তাপস রায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন শুভেন্দু অধিকারী? জল্পনা তুঙ্গে

Last Updated:

শুভেন্দু অধিকারী বললেন, ‘‘বাংলায় যে ক’জন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তার মধ্যে তাপস রায় অন্যতম। বিধানসভাতেও সুবক্তা ছিলেন। তবে তাপস রায় এবার অন্য কোনও রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে বা বিজেপির কাছে তাঁর বিজেপিতে যোগদান করার ব্যাপারে কোনও সুনির্দিষ্ট প্রস্তাব এখনও আসেনি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তাপস রায়ের দল ছাড়া এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস রায়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন। শুভেন্দু অধিকারী বললেন, ‘‘বাংলায় যে ক’জন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তার মধ্যে তাপস রায় অন্যতম। বিধানসভাতেও সুবক্তা ছিলেন। তবে তাপস রায় এবার অন্য কোনও রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান এটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে বা বিজেপির কাছে তাঁর বিজেপিতে যোগদান করার ব্যাপারে কোনও সুনির্দিষ্ট প্রস্তাব এখনও আসেনি।’’
তাপস রায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন শুভেন্দু অধিকারী? জল্পনা তুঙ্গে
তাপস রায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন শুভেন্দু অধিকারী? জল্পনা তুঙ্গে
advertisement

আরও পড়ুন– এক সপ্তাহে উপকার; জয়েন্টে জমে থাকা ইউরিক অ্যাসিড দূর হবে, পালাবে বাতের ব্যথা, পাতে শুধু এই শাক রাখুন

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু এও বলেন, ‘‘তাপস রায়ের বিজেপিতে যোগদান করার প্রস্তাব আমাদের কাছে এলে আমাদের দলের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে, আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপি নেতৃত্বের মতামত চাইব। যে তাপস রায়কে দলে যোগদান করানো হবে না হবে না। যদি উত্তর কলকাতা জেলা বিজেপি তাপস রায়কে বিজেপিতে যোগদান করার ব্যাপারে কোন আপত্তি না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজেপির রাজ্য কমিটির নির্দিষ্ট একটি টিম রয়েছে। আমি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই টিমের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়েই তাপস রায়কে বিজেপিতে যোগদান করানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

advertisement

আরও পড়ুন– রাশিফল ৪ মার্চ – ১০ মার্চ; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

শুভেন্দু আরও বললেন, ‘‘রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতেই পারে। কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হয়ে যে ভাষাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দল ছেড়েছেন তাতে মনে হচ্ছে তাপস রায় আগামী দিনে দৃঢ় পদক্ষেপ নিতে চান। তবে তিনি যদি আমাদের দলে আসতে চান তাহলে নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই তাঁকে বিজেপিতে যোগদানের সুযোগ দেওয়া হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: তাপস রায় কি বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন শুভেন্দু অধিকারী? জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল