বিচারকের দিকে হাত জোড় করেন সেদিনের সেই দুঁদে রাজনীতিক প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারক জানতে চান কিছু বলার আছে? তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন "সকলে সোশ্যাল জাস্টিসের কথা বলছে৷ এখানে সামাজিকভাবে আমার চরিত্র হননের কাজ চলছে। কেউ আর মন্ত্রী হতে চাইবে না৷ ওখানে ইডি-সিবিআইকে বসিয়ে দিন। আমি মন্ত্রী , প্রতিদিন এক কথা শুনতে শুনতে কান ঝালপালা হয়ে যাচ্ছে। আমি ন্যায় বিচার চাই।"
advertisement
আরও পড়ুন: 'ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সোমবার শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হয়৷ তার সপক্ষে যুক্তি দেখানো হয়, যাঁরা গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজত আছেন তাঁদের জামিন দিলে তথ্য নষ্ট হতে পারে, তাঁরা যথেষ্ট প্রভাবশালী এবং ষড়যন্ত্রকারী।
প্রায় দেড় ঘণ্টা শুনানি পর্বের পরে পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনকে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন গ্রুপ সি মামলায় সুবিরেশ ভট্টাচার্যকে সিবিআই হেফাজতে নেবার জন্য আবেদনও করে কেন্দ্রীয় সংস্থা, যদিও তার শুনানি আগামী ২২ ডিসেম্বর।