TRENDING:

পুজোর ভিড় সামলাতে কী কী পদক্ষেপ? কলকাতার প্যান্ডেল ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Last Updated:

বিনীত গোয়েল জানান, পুজোর সময় কলকাতায় প্রচুর ভিড় হয়, তা সামাল দিতে পুজোকমিটিগুলির তরফে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই খতিয়ে দেখা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা সময় কাটিয়ে ফের ছন্দে ফিরবে কলকাতা শহরের পুজো মণ্ডপগুলি, সেরা আকর্ষণ দিতে তৈরি পুরোদমে। শনিবার সেই কথা মাথায় রেখে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘুরে দেখলেন শহরের বেশ কিছু পুজো মণ্ডপ, সঙ্গে যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসার-সহ ডেপুটি কমিশনার, থানার অফিসার-ইন-চার্জ ও ট্রাফিকের অফিসার ইন-চার্জ-রা। শনিবার সকালে পুলিশ কমিশনারের সঙ্গে কথাও বলেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। বিশেষত দেখা হয় কলকাতায় যদি ভিড় বাড়ে, তা হলে দ্রুত কীভাবে মোকাবিলা করা যায়?  পুলিশ কীভাবে ভিড় সামাল দেবে পুজোর দিনগুলো? ভিড় সামাল দেবার সময় পুজো কমিটির কী ভূমিকা হবে? বাহির ও প্রস্থানের রাস্তা কতটা চওড়া? এই ধরনের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় বেশ কিছু পুজো কমিটির উদ্যোক্তাকে।
advertisement

শনিবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুজো মণ্ডপ পরিদর্শন শুরু করেন বালিগঞ্জে একডালিয়া এভারগ্রীন পুজো দিয়ে।  সাবেকি প্রতিমার টানে প্রতি বছরই লোকের নজর থাকে দক্ষিণ কলকাতার ওই পুজো মণ্ডপে।তারপরে পৌঁছে যান কসবা এলাকায় থিমের মধ্যে আকর্ষণীয় পুজো বোসপুকুর শীতলা মন্দিরে, সেখান থেকে দেশপ্রিয় পার্ক পুজো মণ্ডপ দেখে চেতলা অগ্রনী চলে যান। পুজো কমিটির উদ্যোক্তাদের থেকে বিভিন্ন বিষয় জানার মধ্যেই পুলিশ কর্তাদেরও ট্রাফিক মুভমেন্ট ও ক্রাউট ম্যানেজমেন্টদের দিকে সজাগ থাকবে বলেন পুলিশ কমিশনার। তারপরে সুরুচি সংঘের পুজো মণ্ডপ, কলেজ স্কোয়ার পুজো মণ্ডপ পরিদর্শণ করেন পুলিশ কমিশনার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিনীত গোয়েল জানান, পুজোর সময় কলকাতায় প্রচুর ভিড় হয়, তা সামাল দিতে পুজোকমিটিগুলির তরফে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই খতিয়ে দেখা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা উপর বেশি করে জোর দেওয়া হবে পুজের দিনে। ট্রাফিক যাতে থমকে না যায়, তার জন্য বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। গত বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে এসে কার্যত গাড়ি থমকে গিয়েছিল কেষ্টপুর, লেকটাউন ও সল্টলেক এলাকায়। এবার তার থেকে শিক্ষা নিয়ে ট্রাফিক নিয়ে অনেকটাই বেশি পরিকল্পনা করছে লালবাজার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর ভিড় সামলাতে কী কী পদক্ষেপ? কলকাতার প্যান্ডেল ঘুরে দেখলেন পুলিশ কমিশনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল