TRENDING:

Singer KK's Death|| 'এটাও কি হার্টের সমস্যা?' কেকে-র মৃত্যুর পর আতঙ্কে ডাক্তারের কাছে ছুটছেন অনেকেই

Last Updated:

What are the main symptoms of Heart Attack or Cardiac Arrest: অনেকদিন ধরেই বুকে ব্যাথা। আবার একটুতেই খুব ঘাম হচ্ছে। অসহ্য গরম লাগছে। এতদিন ঘরোয়া টোটকাতেই দিব্যি চলে যাচ্ছিল। কেকে-র মৃত্যুর খবরে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনেকদিন ধরেই বুকে ব্যাথা। গুরুত্ব না দিয়েই চলছিল। হঠাৎ করেই বুধবার হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে এলেন পেশায় শিক্ষক সমর মাইতি। আবার একটুতেই খুব ঘাম হচ্ছে। অসহ্য গরম লাগছে। এতদিন ঘরোয়া টোটকাতেই দিব্যি চলে যাচ্ছিল। কেকে-র মৃত্যুর খবরে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ব্যবসায়ী সাধন রায়। ছুটলেন ডাক্তারের কাছে। এ রকমই বেশকিছু উদাহরণই দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে হাজির সাধারণ মানুষ।
advertisement

কেনও? সমর মাইতি বলেন, "বেশকিছু দিন ধরেই লক্ষ্য করছি বুকে ব্যাথা করে। গ্যাসের ব্যাথা মনে করে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিতাম। তাতে কাজও হতো। কিন্তু কেকে-র ঘটনা দেখে বেশ চিন্তায় পড়ে গিয়েছি। সাবধানের মার নেই। তাই ডাক্তারবাবুর কাছে চলে এলাম। দেখিয়ে নিলে ক্ষতি নেই। ডাক্তারবাবু যে ভাবে চলতে বলবেন তা মেনে চললে যদি সুস্থ থাকা যায়।" সাধন রায়ের বক্তব্য, "কেকে-র মতো একজন বিখ্যাত মানুষের যদি এমন হয় তাহলে আমাদের কী অবস্থা হবে? হঠাৎ করে বিপদে পড়ার চাইতে আগে থেকে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভাল। কেকে-কেও যদি একটু আগে হাসপাতালে নিয়ে যাওয়া যেতো তাহলে হয়তো বেঁচে যেতেন শিল্পী। তারও আগে যদি তিনি নিজে থেকে সচেতন হতেন!"

advertisement

আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকুন, সতর্কতা...

ধূমপান ত্যাগ করতে চান খোকন দাস। তিনিও চান ডাক্তারের পরামর্শ নিতে। তিনি বলেন, "এমনিতে কোনও অসুবিধা নেই। কিন্তু পরে হতেও তো পারে। তাই আগে থেকে যদি সাবধান হতে পারি তাহলে অনেকটাই ভালো থাকা যায়। এটা অনেকদিন আগে থেকেই মনে হচ্ছিল। তবে কেকে-র এই রকম মৃত্যু হওয়াতে ভয় পেয়ে গিয়েছি। পরিবারের লোকেরাও চায় আমি ধূমপান ত্যাগ করি। কিন্তু অনেকদিনের অভ্যাস। কিছুতেই ছাড়তে পারছি না। তাই ডাক্তারের কাছে পরামর্শ নিতে চাই।" তবে সচেতনতা বাড়ায় ইতিবাচক দিক দেখছেন স্বাস্থ্য সচেতন মানুষেরা। তাঁদের মতে আগে থেকে একটু সচেতন থাকলে। খাবারে নিয়ন্ত্রণ রাখতে পারলে। নিয়মিত শরীর চর্চা করলে এবং একটা সময় অন্তর চেকআপে থাকলে অনেক রোগ হওয়া থেকে আটকানো সম্ভব।

advertisement

আরও পড়ুন: রাজ্যে ধৃত আইএস জঙ্গির প্রথম সাজা ঘোষণা, মুসার যাবজ্জীবন কারাদন্ড

হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ধীমান কাহালি বলেন, "কয়েকজন এসেছেন। তারমধ্যে একজন আইআইটির একজন তরুণ অধ্যাপক ছিলেন। তাঁকে বলেছি আপনার কোনও চিন্তা নেই। আমি বড় সঙ্গীতশিল্পী হই বা বড় রাজনৈতিক নেতা হই অথবা আমি নিম্নবিত্ত কেরানি হই বা আমি রিকশা চালাই। সবার ক্ষেত্রে ফিজিওলজি বা অ্যানাটমিটা এক। কাজেই আমাদের জীবনশৈলি মেনে চলতে হবে। ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। আর কিছু কিছু জিনিস করতে হবে। যেমন, আমরা তামাক ছোঁব না। যদি হাই ব্লাড প্রেশার থাকে, হাই কোলেস্টেরল থাকে, হাই সুগার থাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের প্রতিদিন শারীরিক কসরত করতে হবে। যদি মোটা হই, তা কমাতে হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

UJJAL ROY

বাংলা খবর/ খবর/কলকাতা/
Singer KK's Death|| 'এটাও কি হার্টের সমস্যা?' কেকে-র মৃত্যুর পর আতঙ্কে ডাক্তারের কাছে ছুটছেন অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল