TRENDING:

West Bengal Weather Update | মরশুমে প্রথমবার ১৫ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে শীত? জানুন আবহাওয়ার বড় আপডেট

Last Updated:

শনি-রবিবার ১৫ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির নীচেও নামতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই মরশুমে প্রথম ১৫ ডিগ্রির নীচে নামতে চলেছে পারদ। জমিয়ে শীতের আমেজ আসতে চলেছে সপ্তাহান্তে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকলেও কলকাতা বা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement

সপ্তাহান্তে নামবে পারদ। হাওয়া অফিস সূত্রের খবর, শনি-রবিবার ১৫ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির নীচেও নামতে পারে। জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, আগামিকাল থেকেই পশ্চিমের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে শীতল হাওয়া ঢুকতে শুরু করবে। পারদ নামবে হু হু করে। কলকাতা ও উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে৷

advertisement

আরও পড়ুন: তদন্ত ভার নিল সিআইডি, খুশি লালনের পরিবার! আজ রামপুরহাট যেতে পারেন সিবিআই শীর্ষ কর্তাও

এই মুহূর্তে একটি ঘুর্ণাবর্ত রয়েছে আন্দামান সাগরে। এটিও শক্তি বাড়াবে৷ এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় নিকোবর আইল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম এবং দার্জিলিংয়ে যেমন বৃষ্টি হবে, তেমনই এর প্রভাব সরে যেতেই উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ২৪ ঘণ্টা পর থেকে মধ্য ভারত এবং পূর্ব ভারতের তাপমাত্রা কমতে শুরু করবে৷ মধ্য ভারতের রাজ্যগুলিতে এবং মহারাষ্ট্রে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আগামী কয়েক দিন ঘন কুয়াশার চাদরে থাকবে হিমাচল প্রদেশ-সহ সংলগ্ন এলাকা। শুক্র ও শনিবার শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকছে পঞ্জাব ও সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়া বইবে। কলকাতা ও উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকে বইবে উত্তুরে হাওয়া। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা শনিবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে বৃষ্টি হবে। সারাদিন পরিষ্কার আকাশ থাকবে, তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে৷ আপাতত দৃশ্যমানতার সমস্যা হবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update | মরশুমে প্রথমবার ১৫ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে শীত? জানুন আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল