উত্তরবঙ্গে আজ, রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি ১১ এবং ১২ অগাস্ট। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
বর্ষার বৃষ্টি আপাতত থামছে না রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে অস্বস্তি বৃদ্ধি করতে পারে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ এবং সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৭ জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। সোমবার ও মঙ্গলবার আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার কিছু কিছু এলাকায়। দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
কলকাতায় কমবে বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ, রবিবার থেকে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।