আগামী ১-২ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা- এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ৷ কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷
advertisement
দক্ষিণবঙ্গে আপাতত কোনও সিস্টেম না থাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প এবং তাপমাত্রা বেশি থাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, মঙ্গলবার বৃষ্টি অবশ্য কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও ক্রমশ বাড়বে।
আরও পড়ুন- রাশিফল ২৩ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে, বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে সাধারণত তাপমাত্রা কম থাকে, তাই দিনের বেলায় এই তাপমাত্রা বাড়লে এবং জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া হবে আগামী কয়েক দিন।