TRENDING:

West Bengal Weather Update: আরও নামল পারদ, চলতি সপ্তাহে জমিয়ে শীতের পর্ব

Last Updated:

অবাধ উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ ৷ ইঙ্গিত আবহাওয়া দফতরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে আরও নামল পারদ। চলতি সপ্তাহে জমিয়ে শীতের পর্ব। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন আজ, বৃহস্পতিবার কলকাতায়। তাপমাত্রা আরও নামতে পারে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ। অবাধ উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ ৷ ইঙ্গিত আবহাওয়া দফতরের।
আরও নামল পারদ, চলতি সপ্তাহে জমিয়ে শীতের পর্ব
আরও নামল পারদ, চলতি সপ্তাহে জমিয়ে শীতের পর্ব
advertisement

কলকাতায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে। জমিয়ে শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর এবং দক্ষিণবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে আবহাওয়াবিদদের অনুমান। অন্তত দুই- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সপ্তাহের শেষে রাজ্যজুড়ে শীতের আমেজ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে ৷ জেলায় জেলায় শীতের স্পেল আরও একটা বৃহস্পতিবারের পর।

advertisement

আরও পড়ুন- পেল্লাই আকারের রসগোল্লা ! ১ পিসের ওজনই প্রায় ২ কেজি, দেখুন ছবি

কালিম্পং-এর থেকে কম তাপমাত্রা বর্ধমানের পানাগড়ে। পাহাড়ের শহর কালিম্পং আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পানাগড়। ভৌগলিক অবস্থানের অনেক পার্থক্য থাকলেও আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রায় মিল রয়েছে দুই শহরের। ১১-র ঘরেই দুই শহরের তাপমাত্রা। বরং কিছুটা নিচে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পানাগড়ের তাপমাত্রা। বলা ভাল আজ, বৃহস্পতিবার পাহাড়ের কালিম্পংয়ের থেকেও শীতল বর্ধমানের পানাগড় ও হুগলির মগরা।

advertisement

আজ কালিম্পং-এ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম বর্ধমানের পানাগড়ে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা অর্থাৎ ১১.৬ ডিগ্রি সেলসিয়াস হুগলির মগড়াতেও।

আরও পড়ুন- রাজ্যে বেড়েছে বাঘের সংখ্যা, জানাচ্ছেন বনমন্ত্রী

আজকের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কত !

★দার্জিলিং- ৮.২ ডিগ্রি সেলসিয়াস।

advertisement

★ কোচবিহার- ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস

★ কালিম্পং- ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

★ জলপাইগুড়ি- ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

★ মালদহ- ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথায় কত তাপমাত্রা

★কলকাতা- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

★ বাঁকুড়া- ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

★ বহরমপুর- ১৪ ডিগ্রি সেলসিয়াস।

advertisement

★ পুরুলিয়া- ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।

★ পানাগড়- ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

★ আসানসোল- ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

★ ব্যারাকপুর- ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

★ বীরভূমের শ্রীনিকেতনে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পূর্ব ভারতেও তাপমাত্রা কমছে। ডালটনগঞ্জে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং গয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার দিনে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ওড়িশাতে আগামী তিন-চার দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: আরও নামল পারদ, চলতি সপ্তাহে জমিয়ে শীতের পর্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল