আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি। তবে সোমবার থেকেই পরিস্থিতি বদলাতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ অগাস্ট থেকে ৪ অগাস্ট পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা থাকার কথা ৩১-৩২ ডিগ্রি। এ দিকে সর্বনিম্ন তাপমাত্রাও এক ডিগ্রি বেড়ে ২৮ হওয়ার কথা। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
advertisement
তবে, কিছুটা আশার খবর হল, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে থাকবে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিক বাড়লেও, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে।
প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বেড়ে গিয়েছে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার এলাকাগুলিতে কিছু এলাকা জলমগ্ন এখনও। অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে।
