আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮-৯২ শতাংশ। বৃষ্টি হয়নি।
আরও পড়ুনঃ অনুব্রত মামলার বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়, গভীর রাতে বর্ধমানে গ্রেফতার আইনজীবী
advertisement
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী তিন চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে ধ্বস নামতে পারে। শস্যের ক্ষতি হতে পারে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এবং দার্জিলিংয়ের কিছু এলাকায়। ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, কালিম্পং এবং কোচবিহারে।
বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বেশ কিছু এলাকায়। বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে।উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা একটু কমবে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় একটি অক্ষরেখা রয়েছে। যেটি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকার ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী ৩-৪ দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী-অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। আগামী ৩-৪ দিন সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী-অতি ভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। দক্ষিণ ভারতেও বৃষ্টি বাড়বে আগামী কয়েক দিন। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী-অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল ও মাহেতে।
BISWAJIT SAHA