TRENDING:

'ভূতুড়ে' স্কুলবাস! ১৫০ স্কুলের সঙ্গে বৈঠক করবে পরিবহণ দফতর   

Last Updated:

এই সমস্ত স্কুলবাস দফতরের খাতায় মৃত। যদিও ট্যাক্স ফাঁকি দিয়ে দিব্যি চলছে এই সমস্ত নামীদামি বেসরকারি স্কুলের বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিবহণ দফতরের খাতায় পরিচয়  'ভূতুড়ে'। যদিও দিব্যি শহরের রাস্তায় ছাত্র-ছাত্রীদের নিয়ে চলছে স্কুলবাস। এরকমই ভূতুড়ে স্কুলবাস বন্ধ করতে ১৫০ স্কুলকে তলব করতে চলেছে রাজ্য পরিবহন দফতর। সূত্রের খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই স্কুলগুলির সঙ্গে বৈঠক করবেন পরিবহণ দফতরের আধিকারিকরা। বৈঠকে থাকার জন্য আবেদন জানানো হচ্ছে স্কুল শিক্ষা দফতরকেও।
advertisement

বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে পরিবহণ মন্ত্রীর। রাজ্য পরিবহণ দফতর বোঝাতে চায় পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে অবিলম্বে এই সমস্ত স্কুল বাসগুলি বাতিল করা হোক। স্কুল নিজে থেকে রাজি না হলে, রাজ্য সরকার  আইন অনুযায়ী, বাতিল করে দেবে এই সমস্ত বাসগুলিকে। রাজ্য পরিবহণ দফতর যে রিপোর্ট তৈরি করেছে সেখানে উঠে এসেছে  শহরের বিভিন্ন বেসরকারি নামী স্কুল আছে যাদের বাসের বয়স ২০ বছরের ওপর। এমনকী ২৫ বছরের পুরনো বাস তারা চালায়। সব মিলিয়ে সেই সংখ্যাটা প্রায় ৫০০ কাছাকাছি।

advertisement

এই সমস্ত বাসের নেই কোনও ফিট সার্টিফিকেট। ফলে সরকারের কোষাগারে জমা পড়ে না করের টাকাও। আর ট্যাক্স বা কর ছাড়া গাড়ির কোনও অস্তিত্ব  নেই রাজ্য পরিবহন দফতরের খাতায়। কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত অনুযায়ী ২০০৮ সাল থেকেই কলকাতা মেট্রোপলিটন এরিয়াতে ১৫ বছরের পুরনো গাড়ি চলতে পারে না। যদিও ১২ বছর পরেও শহরের রাস্তায় স্কুলের ছাত্র ছাত্রী দের নিয়ে দিব্যি চলে বেড়াচ্ছে সেই সব বাস।

advertisement

কলকাতা পুলিশ যে সিসিটিভি টেকনোলজি ব্যবহার করছে সেখানেই ধরা পড়েছে এই চিত্র। স্কুলের ছাত্র-ছাত্রী বাসে বসে থাকা অবস্থায় পরিবহন দফতর অভিযান চালাতে অনিচ্ছুক। দফতরের আধিকারিকদের কথায় তাতে সমস্যায় পড়বেন ছোট ছোট ছাত্র ছাত্রীরা।

তাই স্কুলের আধিকারিকদের ডেকে এই সমস্ত স্কুল বাস বাতিলের আবেদন করবে পরিবহন দফতর। এছাড়া অভিভাবকদের সচেতন করতে কাগজে ও টিভিতে এই বিষয়ে বিজ্ঞাপন দেওয়ার কথাও ভাবছে তারা। দফতরের কথায় মৃত গাড়ি রাস্তায় আর চলবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Reporter: Abir Ghosal

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভূতুড়ে' স্কুলবাস! ১৫০ স্কুলের সঙ্গে বৈঠক করবে পরিবহণ দফতর   
Open in App
হোম
খবর
ফটো
লোকাল