২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান মোদির মুখে। নোটবন্দির পর থেকেই নগদহীন ডিজিটাল লেনদেন, ই-ব্যাঙ্কিংয়ে জোর দেওয়ার কথা বলে আসছে কেন্দ্র। এমনকী, ই-টেন্ডার চালু করে সর্বক্ষেত্রে দুর্নীতি দমনের দাওয়াইও দিচ্ছে মোদি সরকার। এবার তা নিয়েই, নাম না করে প্রধানমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বললেন, ঢাকঢোল না পেটালেও, ডিজিটাল ইন্ডিয়াকে পথ দেখিয়েছে বাংলাই।
advertisement
নানা দিক থেকে ডিজিটাইজেশনের পথে অনেকটা এগোলেও, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে এ রাজ্য। সেটা অবশ্য বণিকসভার বৈঠকে মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে বাম জমানাকেই নিশানা করেছেন তিনি। ডিজিটাইজেশনে একাধিক শিরোপা রাজ্যের মুকুটে। এবার টার্গেট তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। তাই আগামী বছরের শুরুতেই, বেঙ্গল গ্লোবাল সামিটে নয়া নীতিও ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। ওই ক্ষেত্রে আড়াই লক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।