নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাগ কমিটির চাবিকাঠি ছিল ‘রুল অফ বিজনেস’। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ বলেন, ‘‘শিক্ষা সচিবকে ডেকে পাঠাই। তিনি হাজির হন। তিনিই রুল অফ বিজনেস-এর কথা জানান৷ শিক্ষা দফতরে কার কী ভূমিকা সব লেখা ছিল। শিক্ষা সচিবের ভূমিকা। শিক্ষামন্ত্রীর ভূমিকা।’’ তিনি জানান, ওই জায়গায় স্পষ্ট করা ছিল, কোন কাজটা কার এক্তিয়ারভুক্ত, কোনটা এক্তিয়ারের বাইরে।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে অ্যারেস্ট করুন!’, ব্যারিকেড ভেঙে এগোলেন নওশাদ, ভাঙড় যাওয়ার পথে তুমুল উত্তেজনা
এর পাশাপাশি, রাজ্য সরকারেরও ভূয়সী প্রশংসা করেন তিনি৷ বলেন, ‘‘আমার কমিটির উপর কোনও সরকারের চাপ ছিল না। রাজনৈতিক চাপ ছিল না। রাজ্য সরকার সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে কমিটি কাজ করেছে। এখানে কেউ নাক গলাতে পারেনি। সঠিক যা, সেটারই রিপোর্ট দিয়েছি। পুরোটা বলতে পারব না।’’
বাগ কমিটির রিপোর্টেই উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রীর নাম। পরে তা ইডি এবং সিবিআই অন্যতম তদন্তের হাতিয়ার হয়। সুপ্রিম কোর্টেও বাগ কমিটির রিপোর্টের সংক্ষিপ্তসার জন্য আদালত বান্ধব নিযুক্ত হয়৷
আরও পড়ুন: বিরোধী-বৈঠকের আগের দিনই বড় আপডেট! কংগ্রেসের ঘোষণায় ‘সন্তুষ্ট’ আপ, মিটবে সমস্যা?
রবিবার ভারত সভা হলে একটি সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বাগ। সেই মঞ্চে প্রশ্নোত্তর পর্বে বাগকমিটির রিপোর্ট নিয়ে মন্তব্য করেন তিনি৷