যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট (West Bengal Municipal Election 2022) করানো হবে নাকি তার জন্য রাজ্যের মতামত চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর রাজ্য সেই দাবি কার্যত খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে
ভোট নির্বিঘ্নে করতে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে আসছে বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সর্বত্র নিরাপত্তাহীনতায় ভোগার কথাও বলেছে বিরোধী দলগুলি। তবে সবচেয়ে বেশি সুর চড়িয়েছে বিজেপি। একাধিক ক্ষেত্রে প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে, জোর করে মনোনয়ন প্রত্যাহারের মতো অভিযোগও উঠেছে।
advertisement
আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি, রবিবারের জন্য বিশেষ সতকর্তা! হাওয়া অফিসের পূর্বাভাস যা বলছে...
যদিও রাজ্যের তরফ থেকে বারবারই বলা হয়েছে, ভোটে নিরাপত্তা দিতে রাজ্যের পুলিশই যথেষ্ট। রাজ্যের পুলিশ সতর্ক ভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম। সেই মতোই রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়েই বাকি পুরসভার ভোট পরিচালনা করা সম্ভব হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়