প্রাথমিকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএলএড স্পেশাল কোর্স করা বাধ্যতামূলক। এদের পড়ানোর জন্য ছ’মাসে প্রশিক্ষণ থাকতে হবে।
১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ওবিসিদের জন্য রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
advertisement
আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে। পরীক্ষার পূর্ণ নম্বর ৮০। ইন্টারভিউতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। পড়ানোর দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে থাকছে ২০ নম্বর। কবে থেকে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে তা দ্রুত ঘোষণা করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে বলে জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অন্যদিকে ২০২৩এ নেওয়া টেটের র ফল প্রকাশের প্রস্তুতি ও চলছে জোর কদম। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতিও পর্ষদ চলাচ্ছে জোরকদমে। সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্য জুড়ে স্কুলে কত সংখ্যক শূন্য পদ রয়েছে প্রাথমিক স্কুলগুলিতে তার প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অর্থ দপ্তরের তরফে অনুমোদন এলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কে কত সংখ্যক শূন্য পদে নিয়োগ করা যাবে স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক তা নিয়ে বিস্তারিত তথ্য দেবে স্কুল শিক্ষা দপ্তর। তারপরেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে পর্ষদের তরফে।