ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি। আর তারই মধ্যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে নতুন ডিজি কে হবেন। রাজ্যের কাছে বিকেল ৫টার মধ্যে তিন জনের নাম ডিজি হিসেবে চায় কমিশন। এরপরেই নতুন ডিজির নাম ঘোষণা করা হয় কমিশন সূত্রে।
advertisement
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় গাফিলতির জেরে এর আগে দায়িত্ব থেকে সরানো হয় রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়কে। সেই জায়গায় দায়িত্বে আসেন পীযূষ পাণ্ডে। বিবেক সহায়কে রাজ্যের ডিজিপি (প্রভিশনাল) পদে পাঠানো হয়। তিনি আইজি (আইন শৃঙ্খলা)-র দায়িত্বও সামলান। বর্তমানে তিনি বারাকপুরের কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয় রাজীব কুমারকে। ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন ।লোকসভা ভোটে যে কোনও উপায়ে রাজ্যে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। অশান্তির ঘটনা ঘটলে তার দায়ভার রাজ্য প্রশাসনের ওপরেই বর্তাবে বলে আগেই জানিয়েছিল মুখ্য নির্বাচন কমিশনার। চলতি মাসের শুরুতেই এই নিয়ে, নবান্নে বৈঠকে ডিজিকে সরাসরি বার্তাও দেওয়া হয়েছিল বলে, খবর সূত্রের।
আরও বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে। আদর্শ আচরণ বিধি চালুর পরই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের।পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার সহ ৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণ করা হয়েছে।