জাভেদ শামিম আরও জানান, ”খুব শীঘ্রই ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে আনা হবে। মালদহ, মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন সেই কাজ করছে। শান্তিপূর্ণ কিন্তু এখনও স্বাভাবিক নয় পরিস্থিতি। কারণ গুজব। সেই কারণে ইন্টারনেট আরও দুদিন বন্ধ রাখা হচ্ছে। গুজব ছড়ানো বন্ধ করাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যেখানে খবর আসবে, আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।”
advertisement
পুলিশ কর্তা রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ”যারা এরপরও এগুলো করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। ভিনরাজ্য থেকে প্রচুর সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে। গ্রেফতারি ২০০ পেরিয়ে গেছে, প্রচুর সুয়ো মোটো কমপ্লেন পুলিশ করেছে। যে যে এসব করবে, যেখানে থাক, দরকার পড়লে পাতাল থেকে খুঁজে এনে আমরা ব্যবস্থা নেব।”
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় এখনও ইন্টারনেট পরিষেবা নেই। জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। বেআইনি জমায়েতের অভিযোগে বেশ কিছু এলাকা থেকে রবিবারও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ।
