পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের ১৭ টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে সাফ করার কথা আগেই বলেছেন শুভেন্দু। পাল্টা শাসকদলও পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
আরও দেখুন: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন…নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই
advertisement
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ধীরে ধীরে সরগরম হচ্ছে জমি আন্দোলনের আতুঁরঘর নন্দীগ্রাম। এদিনের পদযাত্রায় বিজেপি প্রার্থীদের পাশাপাশি স্থানীয় সাংগঠনিক নেতৃত্বরাও শুভেন্দুর সঙ্গে পায়ে পা মেলাবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি তদন্তে ‘বড়’ আপডেট! সরাসরি CBI-এর চিঠি গেল বিকাশ ভবনে, এবার..
শাসক তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কাছে নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট। তাই প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তবে শুধুমাত্র নিজের বিধানসভা কেন্দ্রই নয়, দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যজুড়ে শাসক দলের বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ থেকে সরকারের বিভিন্ন বেনিয়মকে সামনে রেখে প্রচারে ঝাঁঝ বাড়াতে চাইছেন শুভেন্দু।
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে ইতিমধ্যেই মনোনয়ন পর্বে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ থেকে নানা ইস্যুতে একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে তাঁর দলের অন্যান্য নেতৃবৃন্দ। এরমাঝেই, আজ ‘মিশন নন্দীগ্রাম’৷