আদালতে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে, ২০১৩-র মডেলে নির্বাচন করার পক্ষে মত রয়েছে তাদের। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কোনও উত্তর না পেয়ে নতুন করে বাহিনী পাওয়ার আশা রাখছে না কমিশন। সেক্ষেত্রে, কমিশন ৩৩৭ (২২+৩১৫) কোম্পানি দিয়েই ভোট করানোর পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে।
আরও পড়ুন: মিশরে মোদি! পিরামিডের দেশে ভূষিত হলেন ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে
advertisement
কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপড়েন এবং জয়েনিং লেটার ফিরিয়ে নেওয়ার মতো বিষয়ের মাঝেই রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ সূত্রের খবর, সেখানে প্রায় দেড় ঘণ্টা ছিলেন রাজীব৷ বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
জানা গিয়েছে, এই বৈঠক চলাকালীনই রাজ্যপালকে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, সে ব্যাপারে অবগত করেন রাজীব৷
তবে, দফা বাড়ানো হলে, তা ঠিক কত দফা হতে পারে, সে ব্যাপারে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। নজর রাখা হচ্ছে হাইকোর্টের শুনানির দিকে।