TRENDING:

Kolkata High Court: বুথের ভিতরে দেদার ছাপ্পা দিচ্ছেন খোদ প্রার্থী! ভিডিও দেখে চমকে গেলেন, সঙ্গে সঙ্গে কড়া নির্দেশ বিচারপতির

Last Updated:

সব দেখেশুনে গোটা ঘটনার ভিডিও ফুটেজ ও ব্যালট পেপার রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষণ করা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামায় কৈফিয়ত তলব করেছেন বিচারপতি। হলফনামা তলব করা হয়েছে ভরতপুরের বিডিও'র কাছ থেকেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বুথের মধ্যে ছাপ্পা ভোট দিচ্ছেন খোদ প্রার্থী! ঠিকই পড়ছেন, শুধু আমরা, কিংবা আপনারা নন, ভিডিও দেখে বিস্মিত খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাও। ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তুলেছেন, ‘‘কমিশনের অফিসাররা তাহলে কী করছিল?’’
advertisement

মুর্শিদাবাদের ভরতপুর ১ পঞ্চায়েত সমিতি অন্তর্গত তালগ্রাম গ্রাম পঞ্চায়েত। সেখানে ৫ নম্বর বুথে অবাধ ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন সিপিআইএম প্রার্থী বাবলু শেখ। শুধু তাই নয়, অভিযোগ, বুথে ঢুকে ছাপ্পা ভোট দিয়েছেন খোদ সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী। ছাপ্পা ভোটের সেই ভিডিও এদিন এজলাসে পেশ করেন মামলাকারী। পাশাপাশি, প্রিসাইডিং অফিসারের সই করা বৈধ ব্যালট পেপারের বান্ডিলও এদিন এজলাসে পেশ করা হয়।

advertisement

আরও পড়ুন: একটা হাত বাইকের হ্যান্ডেলে, আর একটা…! অ্যাপ বাইকে উঠে ভয়ঙ্কর বিপদে পড়লেন তরুণী

সব দেখেশুনে গোটা ঘটনার ভিডিও ফুটেজ ও ব্যালট পেপার রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষণ করা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামায় কৈফিয়ত তলব করেছেন বিচারপতি। হলফনামা তলব করা হয়েছে ভরতপুরের বিডিও’র কাছ থেকেও৷

advertisement

বুথের নিরাপত্তায় কীভাবে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল? এদিন সেই প্রশ্নও তোলেন বিচারপতি। বুথের নিরাপত্তার বিষয়ে জানতে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করা হয় এদিন। আগামী ১০ অগাস্টের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট তলব করা হয়েছে প্রত্যেকের কাছে। আগামী ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: ছবি দেখে আঁতকে উঠবেন, একী অবস্থা বারাণসীর! জলের নীচে ৮৪ ঘাট, ডুবেছে মণিকর্ণিকাও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মামলাকারীর আইনজীবী ফিরদৌস সামিম জানান, ছাপ্পা ভোটের অভিযোগ জানানোর পরেও কমিশন কোনও পদক্ষেপ করেনি। পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত জানায়নি। তাই হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করতে হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court: বুথের ভিতরে দেদার ছাপ্পা দিচ্ছেন খোদ প্রার্থী! ভিডিও দেখে চমকে গেলেন, সঙ্গে সঙ্গে কড়া নির্দেশ বিচারপতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল