মুর্শিদাবাদের ভরতপুর ১ পঞ্চায়েত সমিতি অন্তর্গত তালগ্রাম গ্রাম পঞ্চায়েত। সেখানে ৫ নম্বর বুথে অবাধ ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন সিপিআইএম প্রার্থী বাবলু শেখ। শুধু তাই নয়, অভিযোগ, বুথে ঢুকে ছাপ্পা ভোট দিয়েছেন খোদ সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী। ছাপ্পা ভোটের সেই ভিডিও এদিন এজলাসে পেশ করেন মামলাকারী। পাশাপাশি, প্রিসাইডিং অফিসারের সই করা বৈধ ব্যালট পেপারের বান্ডিলও এদিন এজলাসে পেশ করা হয়।
advertisement
আরও পড়ুন: একটা হাত বাইকের হ্যান্ডেলে, আর একটা…! অ্যাপ বাইকে উঠে ভয়ঙ্কর বিপদে পড়লেন তরুণী
সব দেখেশুনে গোটা ঘটনার ভিডিও ফুটেজ ও ব্যালট পেপার রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষণ করা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামায় কৈফিয়ত তলব করেছেন বিচারপতি। হলফনামা তলব করা হয়েছে ভরতপুরের বিডিও’র কাছ থেকেও৷
বুথের নিরাপত্তায় কীভাবে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল? এদিন সেই প্রশ্নও তোলেন বিচারপতি। বুথের নিরাপত্তার বিষয়ে জানতে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করা হয় এদিন। আগামী ১০ অগাস্টের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট তলব করা হয়েছে প্রত্যেকের কাছে। আগামী ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: ছবি দেখে আঁতকে উঠবেন, একী অবস্থা বারাণসীর! জলের নীচে ৮৪ ঘাট, ডুবেছে মণিকর্ণিকাও
মামলাকারীর আইনজীবী ফিরদৌস সামিম জানান, ছাপ্পা ভোটের অভিযোগ জানানোর পরেও কমিশন কোনও পদক্ষেপ করেনি। পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত জানায়নি। তাই হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করতে হয়েছে।