TRENDING:
LIVE NOW

West Bengal News Today Live: সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর, তল্লাশির সময় মোবাইল ঘাঁটতেই পর্দাফাঁস!

Last Updated:

West Bengal, Kolkata Breaking News Today Live Updates in Bangla: জুলাইয়েই এই এলাকা থেকে ২ বাংলাদেশি গুপ্তচর গ্রেফতার হয়৷ আবার সেই এক ঘটনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

কলকাতা: সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর! পরিচয় গোপন করে সেনা ছাউনিতে কাজের বরাত! তল্লাশির সময় মোবাইল ঘাঁটতেই পর্দাফাঁস! বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে জালে নন্দ মণ্ডল৷ সুপারভাইজারের ছদ্মবেশে কি সেনা ছাউনিতে গুপ্তচরবৃত্তি? জুলাইয়েই এই এলাকা থেকে ২ বাংলাদেশি গুপ্তচর গ্রেফতার৷ কোথা থেকে এসে, কী কাজ করছিল তারা? কীসের উদ্দেশ্যে এই কাজ, সব কিছু জানার চেষ্টা করা হবে৷ 

West Bengal, Kolkata Breaking Today Live Updates in Bangla

News18
News18
advertisement
November 06, 20251:09 PM IST

Donald Trump's Claim on India-Pakistan Ceasefire: ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ফের 'বোমা' ফাটালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে এই বছরের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আনতে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ এই দাবিটি নয়াদিল্লি এখনও প্রত্যাখ্যান করে আসছে। তিনি তাঁর দাবির সমর্থনে যে মূল গণনা ব্যবহার করেন তাও সংশোধন করে বলেছেন যে সংঘর্ষের সময় সাত থেকে আটটি বিমান গুলি করে নিচে নামানো হয়েছিল। মে মাস থেকে, মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছেন যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি করেছে, যাকে তিনি মার্কিন নেতৃত্বাধীন আলোচনার “লং নাইট” বলে বর্ণনা করেছেন। প্রতিবেদনে দেখা গেছে যে তিনি সাম্প্রতিক মাসগুলিতে ৬০ বারেরও বেশি ঘটনাবলীর এই সংস্করণটি উল্লেখ করেছেন। তবে, ভারতীয় কর্মকর্তারা ধরে রেখেছেন যে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় কোনও আমেরিকান জড়িত ছিল না।
November 06, 202512:58 PM IST

Election Commission on SIR: SIR-এর নামে NRC-র চক্রান্ত অভিযোগ কংগ্রেস-তৃণমূলের।

ইসলামপুরে বিজেপির SIR-CAA সহায়তা কেন্দ্রে তরজা! বিজেপির সহায়তা কেন্দ্রকে ঘিরে তুঙ্গে তরজা। SIR-এর নামে NRC-র চক্রান্ত অভিযোগ কংগ্রেস-তৃণমূলের।
November 06, 202512:55 PM IST

Bihar Election Phase 1 Voting LIVE: বিহার জুড়ে সকাল ১১টা পর্যন্ত ২৭.৬৫% ভোট পড়েছে

বিহারে ভোট, নির্বাচন কমিশন জানিয়েছে যে সমস্ত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ। এদিকে, প্রধানমন্ত্রী মোদি আরারিয়ার ফরিবগঞ্জে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। আরজেডিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে আরজেডি শাসনাকালে কোনও কাজই হয়নি। সবকিছুই শূন্যে পরিণত হয়েছে…
বিহার জুড়ে সকাল ১১টা পর্যন্ত ২৭.৬৫% ভোট পড়েছে।
advertisement
November 06, 202512:52 PM IST

Brazilian Model Reacts To Mention In Rahul Gandhi's video: ছবি দেখিয়ে ভোটচুরির অভিযোগ রাহুলের, মুখ খুললেন ব্রাজিলীয় মডেল

রাহুল গান্ধি দাবি করেছিলেন, ২০২৪ সালে হরিয়ানায় যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে কেন্দ্রীয় ভাবে সিস্টেম্যাটিক ভোটচুরি করা হয়৷ অন্যতম উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছিল এক ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি৷ যে ছবি ব্যবহার করে ১০ ভিন্ন বুথ থেকে ভোট ২২ বার ভোট দেওয়া হয়েছে৷ কখনও তার নাম হয়েছে সুইটি, কখনও সীমা, কখনও বা সরস্বতী৷ এহেন অভিযোগ সামনে আসার পরেই বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং ওই মডেল৷ গোটা বিষয়টি ঘিরেই যারপরনাই অবাক হয়েছেন তিনি৷ রাহুল গান্ধির ভিডিয়োয় যে ব্রাজিলীয় মডেলের ছবি দেখানো হয়েছে, তাঁর নাম ল্যারিসা নেরি৷ বর্তমানে তাঁর ছবি সংবলিত ভোটার কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ওই মডেল জানিয়েছেন, পেশায় তিনি হেয়ারড্রেসার৷ ওই ছবিটি তিনি ৮বছর আগে তুলেছিলেন৷ সেই সময় তাঁর বয়স ছিল বছর কুড়ি৷
অন্যদিকে এরমধ্যে ওই ব্রাজিলীয় মডেলের ছবি সংবলিত একটি ভোটার কার্ডের ভোটারের সঙ্গে যোগাযোগ করেছিল CNN-News18৷ পিঙ্কি জুগিন্দার কৌশিক নামে ওই মহিলার নাম সাংবাদিক বৈঠকে উল্লেখ করেছিলেন রাহুল৷ সেই পিঙ্কির সঙ্গে কথা বলে CNN-News18 জানতে পারে, ‘‘হ্যাঁ, আমিই আমার ভোট দিতে গিয়েছিলাম গ্রামের স্কুলে৷ নাম ঠিক ছিল৷ কিন্তু আমার ছবি ভুল ছিল৷ ওরা অন্য কার ছবি দিয়ে দিয়েছিল৷ যাই হোক, আমি ভোট দিয়েছি৷ আমায় কেউ ভোট দিতে জোর দেয়নি৷ আমি স্লিপদেখিয়ে ভোট দিয়েছি৷’’
November 06, 202512:42 PM IST

Soumitrisha Kundu down with Malaria: অভিনেত্রীর ম্যালেরিয়া, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে থাকতে পারবেন না

অসুস্থ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু৷ ম্যালেরিয়ার আক্রান্ত তিনি৷ ফলে কোনও ভাবেই তিনি উপস্থিত থাকতে পারবেন না কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়েছেন অভিনেত্রী৷ এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি৷
November 06, 202512:37 PM IST

Travel Vlogger And Photographer Anunay Sood Death: বিখ্যাত ট্র্যাভেল vlogger এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স ৩২

দুবাইয়ের ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মারফত পরিবার তা নিশ্চিত করেছে। অনুনয়ের বয়স হয়েছিল ৩২। মৃত্যুর কারণ এখনও অজানা। সুদের শেষ সোশ্যাল মিডিয়া কার্যকলাপ দেখে মনে হচ্ছে তিনি লাস ভেগাসে ছিলেন, যেখানে তিনি এই সপ্তাহের শুরুতে ছবি এবং ভিডিও শেয়ারও করেছিলেন। পরিবারটি ভক্তদের কাছে সুদের জন্য প্রার্থনার আবেদন জানিয়েছে, ‘‘তাঁর আত্মা শান্তিতে থাকুক।’’ অনুনয় সুদ একজন সুপরিচিত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার ছিলেন, তাঁর ইনস্টাগ্রামে ১.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার এবং ইউটিউবে ৩৮০,০০০ সাবস্ক্রাইবার আছে। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সিনেম্যাটিক রিল এবং গল্প বলার স্টাইল বিশ্ব জুড়ে তাঁর ফলোয়ার তৈরি করেছিল।
advertisement
November 06, 202512:32 PM IST

BJP TMC Clash: SIR-এর ফর্ম বিলির সময় বিবাদ, পাত্রসায়রে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি-তৃণমূল সংঘর্ষ৷ বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ৷ SIR-এর ফর্ম বিলির সময় বিবাদের শুরু ৷ বিজেপির BLA-কে মারধরের অভিযোগ৷ রাতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ৷ বিজেপির বিরুদ্ধে পালটা হামলার অভিযোগ তৃণমূলের
November 06, 202512:28 PM IST

Kolkata Call Centre Fraud Activity: বিদেশি নাগরিকদের ফোন করে প্রতারণা বৈষ্ণবঘাটার অবৈধ কল সেন্টারের

কলকাতা পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট গত কাল, বুধবার, রাতে পাটুলি থানার অন্তর্গত বৈষ্ণবঘাটা টাউনশিপে অভিযান চালিয়ে অবৈধ কল সেন্টার থেকে পাঁচ জনকে গ্রেফতার করে। অভিযোগ, তারা বিদেশি নাগরিকদের ফোন করে প্রতারণা চালাত। অভিযানের সময় পুলিশ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য নথি উদ্ধার করে।
November 06, 202512:19 PM IST

Bangladeshi Spy at Army Camp: সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর!

সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর!পরিচয় গোপন করে সেনা ছাউনিতে কাজের বরাত!তল্লাশির সময় মোবাইল ঘাঁটতেই পর্দাফাঁস! বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে জালে নন্দ মণ্ডল৷ সুপারভাইজারের ছদ্মবেশে কি সেনা ছাউনিতে গুপ্তচরবৃত্তি? জুলাইয়েই এই এলাকা থেকে ২ বাংলাদেশি গুপ্তচর গ্রেফতার
advertisement
November 06, 202512:14 PM IST

Lake Gardens Man Death: লেক গার্ডেন্সের আবাসনে যুবকের রহস্যমৃত্যু

লেক গার্ডেন্সের আবাসনে যুবকের রহস্যমৃত্যু। ফ্ল্যাটে পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফ্ল্যাট থেকে উদ্ধার সুইসাইড নোট। লিভ ইনে থাকতেন শুভাশিস চক্রবর্তী। বেশ কয়েক বছর চাকরি ছিল না যুবকের। চাকরি করতেন লিভ ইন পার্টনার। টাকা নিয়ে ঝামেলায় শনিবার ঘর ছাড়েন প্রেমিকা। কিছুক্ষণ পর যুবকের ঘরে আসেন আরেক মহিলা। তারপরই শুভাশিস আত্মঘাতী বলে অনুমান। সুইসাইড নোটেও সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ। লিভ ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ লেক থানার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের।
November 06, 202511:48 AM IST

SIR BLA-BLO: বারুইপুরে বিজেপির BLA-কে মারধরের অভিযোগ BLO-র বিরুদ্ধে

বারুইপুরে বিজেপির BLA আক্রান্ত! BLA-কে মারধরের অভিযোগ BLO-র বিরুদ্ধে৷ মারধের অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধানের স্বামীও৷ বারুইপুরের বেগমপুর গ্রামে উত্তেজনা৷ মারধরে BLA সুরজিৎ বিশ্বাস-সহ আহত ২৷ মারধরের অভিযোগ অস্বীকার BLO ও উপপ্রধানের স্বামীর৷
November 06, 202511:44 AM IST

Election Commission-SIR: তিস্তা নদীর বাঁধে বসে SIR-এর ফর্ম বিলির অভিযোগ

নদী-বাঁধে SIR-এর ফর্ম বিলি৷ SIR-এর ফর্মের ভার বহন করতে সমস্যা৷ তিস্তা নদীর বাঁধে বসে SIR-এর ফর্ম বিলি৷ বাঁধের উপরে টেবিল পেতে ফর্ম বিতরণ BLO-র৷ জলপাইগুড়ির সারদা পল্লি এলাকায় চাঞ্চল্য৷ খড়িয়া গ্রাম পঞ্চায়েতের BLO-র বিরুদ্ধে অভিযোগ৷
advertisement
November 06, 202512:34 PM IST

Kolkata Godown Fire News: লালবাজারের কাছে গুদামে আগুন

ফের কলকাতায় আগুন৷ লালবাজারের কাছে গুদামে আগুন৷ আগুন লাগে গাড়ির যন্ত্রাংশের গুদামে৷ ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন৷
November 06, 202512:14 PM IST

Bihar Election Phase 1 Voting LIVE: ভোট দিলেন লালু, পরিবারের সঙ্গে ছবি পোস্ট যাদব পরিবারের

আজ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত, রাজ্যজুড়ে ১৩.১৩% ভোট পড়েছে। এদিকে, মানের বিধানসভা কেন্দ্রে আরজেডি প্রার্থী ভাই বীরেন্দ্র নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ব্যাপক হট্টগোল শুরু করেন। এদিকে, নালন্দায়ও এনডিএ কর্মীরা হট্টগোল সৃষ্টি করেন। আগেই ভোট দেন তেজস্বী যাদব৷ তারপর ভোট দেন লালু-রাবড়ি৷ একসঙ্গে ছবিও তোলে গোটা পরিবার৷
November 06, 202511:54 AM IST

Bihar Election Phase 1 Voting LIVE: ভোট দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

ভোট দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ভোট দেওয়ার পরই বুথ থেকে বেরিয়ে এসে সকলের সামনে হাতজোড় করেন৷ বিহারে এনডিএ ফের ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন সেই নিয়ে বিভিন্ন তরফেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে এনডিএ ক্ষমতায় ফিরে এলে নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে রাখবে না। কিন্তু বিজেপির নির্বাচনী ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট করে দিয়েছেন, এনডিএ ক্ষমতায় এলে জেডি(ইউ) নেতা নীতীশ কুমারই ফের মুখ্যমন্ত্রী হবেন।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News Today Live: সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর, তল্লাশির সময় মোবাইল ঘাঁটতেই পর্দাফাঁস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল