ভোটের মুখে প্রধানমন্ত্রীর ঘন ঘন বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন প্রশাসনিক অনুষ্ঠানের সূচিতে যোগ দিতে রাজ্যে এলেও এই সফরের আড়ালে কোনও রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে কি না, তা নিয়েই কৌতূহল বাড়ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী আজ রাতেই কলকাতায় এসে পৌঁছবেন এবং রাজভবনে রাত্রিযাপন করবেন। পরদিন সকালে ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
advertisement
বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় মোদি কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনও গোপন বৈঠক করবেন, নাকি দলের কর্মীদের জন্য কোনও বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাই এই সফরের নেপথ্যে প্রশাসনিক সূচির বাইরেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা জানার জন্য উৎসুক রাজ্যবাসী।
How to Share With Just FriendsHow to share with just friends.
Posted by Facebook on Friday, December 5, 2014
১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় সেনাবাহিনীর তিন শীর্ষকর্তা থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিডিএস অনিল চৌহান। সুতরাং কম্বাইন্ড কমান্ডার ফোর্সের এই কনফারেন্স যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সার্বিক নিরাপত্তার খাতিরে ঠিক তেমনি প্রধানমন্ত্রী উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের রাজনীতি পরিসংখ্যানে।