কৃষি পরিকাঠামো তহবিলকে ব্যবহার করতে আজ ‘শিল্প সমাধান’-এর লক্ষ্যে স্টার্ন্ডাড অপারেটিং প্রসিডিউর(এসওপি) প্রকাশ করা হল। এই ধরনের শিল্পে ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে ঋনের ওপর সুদে ৩ শতাংশ ভর্তুকি দেবে সরকার। মূলত ডাল কল, চাল কল, তেল কল, গুদাম, হিমঘর, কাস্টম হায়ারিং সেন্টার, সর্টিং ও গ্রেডিং ইউনিট,প্যাকেজিং ইউনিট, সাইলো, জৈব চাষের ক্ষেত্রে প্রযুক্তিগত প্রয়োজনে এই প্রকল্পের সরকারি সুবিধা পাবে।
advertisement
রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, বেসরকারি শিল্পদ্যোগী ছাড়াও, কৃষি উৎপাদক সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, কৃষক, প্রাথমিক কৃষি সমবায় সমিতিও কৃষিজাত বিনিয়োগে শিল্প সমাধান প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবে। এই সুবিধা পাওয়ার জন্য কৃষি পরিকাঠামো তহবিল(এআইএফ) শিবির খোলা হবে।
আগ্রহী বিনিয়োগকারীদের প্রথমেই সেখানে নাম নথিভুক্ত করতে হবে। ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রকল্প রিপোর্ট-সহ ঋনের জন্য আবেদন করতে হবে। এআইএফ এই প্রকল্প রূপায়ণে বিনিয়োগকারীদের জমির মিউটেশন থেকে শিল্প সংক্রান্ত সমস্ত ছাড়পত্র পাইয়ে দিতে সাহায্য করবে।
রাজ্যে কৃষি ক্ষেত্রে মজুরের সংখ্যা কমছে। ইতিমধ্যেই সমবায়ের মাধ্যমে গ্রামের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাস্টম হায়ারিং সেন্টার খোলা হয়েছে। যারা ট্রাকটার থেকে ধানের চারা রোপন, ধান কাটা-সহ কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তি কিনে ভাড়া দিয়ে ব্যবসা শুরু করেছে। এতে কৃষির উৎপাদন খরচ কমেছে। রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এধরনের সেন্টার খোলার জন্য ঋনের ওপর ভর্তুকি দিয়ে উৎসাহিত করতে চায়। এছাড়াও রাজ্যে কৃষিজাত পণ্যে পর্যাপ্ত গুদাম ও হিমঘর নেই। করোনাকালে হোম সার্ভিসের বাজার তৈরি হয়েছে। তাই প্যাকেজিং, সর্টিং ও গ্রেডিং সেন্টারের প্রয়োজন দেখা দিয়েছে। এক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করতে চায় রাজ্য।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়