TRENDING:

West Bengal News: কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রিপোর্ট তলব নবান্নের, জেলায় জেলায় নির্দেশ

Last Updated:

West Bengal News: জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের জেলার অধীনে কোথায় কোথায় বাজি বিক্রি, উৎপাদন এবং মজুত করে রাখা হয় তার তালিকা তৈরি করতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে নবান্নের তরফ থেকে রিপোর্ট চাওয়া হ‍য়েছে। কী করে বিস্ফোরণ ঘটল এবং কত জন মারা গিয়েছে এবং কেউ আহত হয়েছেন কিনা তা জানতে জেলা পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনাস্থলে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলায় জেলায় বড় নির্দেশ
জেলায় জেলায় বড় নির্দেশ
advertisement

পাশাপাশি জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের জেলার অধীনে কোথায় কোথায় বাজি বিক্রি, উৎপাদন এবং মজুত করে রাখা হয় তার তালিকা তৈরি করতে। নির্দেশিকায় বলা হয়েছে পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য প্রশিক্ষণ শিবির করা হবে, জেলাশাসকরা তা ঠিক করবেন। বাজি কারখানার তালিকা তৈরি করে বেআইনি কারখানা বন্ধ করতে হবে। বৈধ কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা যায়। বাজি কারখানার জন্য পরিত্যক্ত জমি চিহ্নিত করা যায়।

advertisement

আরও পড়ুন: ১৫ খাবার…! বাড়িয়ে দেয় ‘ক্যানসারের’ ঝুঁকি, রোজ রোজ খাচ্ছেন নাকি? চমকে দেবে ‘গবেষণা’

জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয় বাজি কারখানার তালিকা তৈরি করতে। প্রশাসন সূত্রে খবর, মূলত নিয়ম রয়েছে, ১৫ কেজি পর্যন্ত বাজি এবং বাজির মশলা তৈরির জন্য লাইসেন্স দেন জেলাশাসক। ১৫ কেজি থেকে ৫০০ কেজি হলে ‘কন্ট্রোলার অব এক্সপ্লোসিভস’-এর কাছ থেকে লাইসেন্স নেওয়ার নিয়ম থাকে। কিন্তু তারও বেশি ওজনের বাজির ব্যবসা যদি করতে হয়, তাহলে লাইসেন্স দেন ‘চিফ কন্ট্রোলার’। পাশাপাশি, মশলা তৈরি, বাজি তৈরি এবং তা প্যাকেটবন্দি করার কাজও আলাদাভাবে করার জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।

advertisement

আরও পড়ুন: এই কারণেই…! বিয়ের পরই স্বামীর থেকে দূরে দূরে থাকছিলেন স্ত্রী…’চরম’ সত্যি ফাঁস হতেই চমকে উঠল পরিবার! হতবাক পুলিশ!

পরিবেশ দফতরের হিসাব বলছে, এই সব কাজের জায়গার মধ্যে দূরত্ব থাকা উচিত ১৫ মিটার করে। কিন্তু গত কয়েক বছরে যে কমিটি তৈরি হয়েছে, তারা এগুলি কিছুই দেখে না বলে অভিযোগ উঠছে। আর্থিক লেনদেনে সব চাপা পড়ে যায়, অভিযোগ এমন বিস্ফোরকও রয়েছে। যে কারণে এই সব নিয়ম থেকে যায় শুধু খাতায়-কলমেই।

advertisement

আরও পড়ুন: মিশমিশে কালো হবে পাকা চুল…! ‘প্রাকৃতিক’ ফর্মুলা করবে কামাল, হুড়হুড় করে কমবে বয়স, ছোট্ট কাজেই উল্টো ঘুরবে ‘বয়স-ঘড়ি’

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই
আরও দেখুন

প্রসঙ্গত, পরিবেশ দফতরের আরও একটি তথ্য বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র সবুজ বাজি তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেখানে যাতে বেআইনি বাজি বিক্রি করা না হয়, তার জন্য আদালতের সুস্পষ্ট নির্দেশ রয়েছে। তাহলে এই বাজি বিক্রি হচ্ছে কী ভাবে? কারণ সবুজ বাজি ছাড়া বাকি সবই বেআইনি। কিন্তু রাজ্যে সবুজ বাজি তৈরির জন্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ (নিরি) ছাড়পত্র দিয়েছে মাত্র ২৬টি সংস্থাকে। ফলে বাকিরা বেআইনিভাবে শুধুমাত্র আর্থিক লেনদেনের মাধ্যমে এই বেআইনি বাজি কারবার করে যাচ্ছে বলেই অভিযোগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রিপোর্ট তলব নবান্নের, জেলায় জেলায় নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল